ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সুয়ারেজের সঙ্গে খেলতে চাইলে আতলেতিকোয় মেসিকে স্বাগতম’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২১:২৬, ২ অক্টোবর ২০২০
‘সুয়ারেজের সঙ্গে খেলতে চাইলে আতলেতিকোয় মেসিকে স্বাগতম’

আতলেতিকো মাদ্রিদের সঙ্গে লিওনেল মেসি চুক্তি করছেন, এই ধরনের চিন্তাভাবনা করা শক্ত বটে। কিন্তু লুইস সুয়ারেজ যে তাদের হবে, সেটাও তো অনেকে ভাবতে পারেনি। সব জল্পনা-কল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে উরুগুয়ান স্ট্রাইকার এখন আতলেতিকোর। তাহলে মেসিকেও এই ক্লাবে দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আতলেতিকোর প্রেসিডেন্ট বললেন, ‘আশা থাকলে, সবই সম্ভব।’

আতলেতিকোর জার্সি একবার পরেছিলেন মেসি, ২০০৯ সালে এক প্রীতি ম্যাচে। বন্ধু ম্যাক্সি রোদ্রিগেজের অনুরোধে, যিনি পরে মাদ্রিদ ক্লাবের সঙ্গে খেলেছিলেন। বন্ধুত্বের কারণে আবারও তাকে লাল-সাদা জার্সিতে দেখলেও দেখা যেতে পারে। যদি পরের মৌসুমে ন্যু ক্যাম্প ছেড়ে সুয়ারেজের সঙ্গে যোগ দিতে চান, তাহলে তাকে স্বাগত জানাবেন ক্লাব প্রেসিডেন্ট এনরিকে সেরেজো।

আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য দরজা খোলা রাখছেন আতলেতিকো প্রধান। স্প্যানিশ নোগাট কোম্পানি এল আলমেন্দ্রোর বাণিজ্যিক স্লোগানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, ‘জীবনে যদি আপনি কিছু চান... যদি মেসি লুইস সুয়ারেজের সঙ্গে খেলতে চায়, আমি তাকে সেই কথা বলবো যেটা বলেছে নোগাট: ‘ক্রিসমাসের জন্য তাকে ঘরে আসতে দাও’। আশা নিয়ে বেঁচে থাকলে সব সম্ভব।’

গত সাত সপ্তাহ ধরে বার্সায় তোপের মুখে প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ। তাকে সমর্থন নিয়ে সেরেজো বলেছেন, ‘সবকিছু (সুয়ারেজের চুক্তি সম্পর্কিত) খুব ভালোভাবে হয়েছে। বার্তোমেউ একজন ভালো বন্ধু এবং দারুণ প্রেসিডেন্ট। এই মুহূর্তে বার্সেলোনায় খারাপ পরিস্থিতি, কিন্তু তিনি যা করার দরকার তাই করছেন এবং খারাপ কিছু হয়নি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়