ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে কোন দল কোন গ্রুপে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১ অক্টোবর ২০২০   আপডেট: ১০:৫৪, ২ অক্টোবর ২০২০
চ্যাম্পিয়নস লিগে কোন দল কোন গ্রুপে?

২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুই ফুটবলারের ক্লাব বার্সেলোনা এবং জুভেন্টাস পড়েছে ‘গ্রুপ জি’-তে। এই গ্রুপের বাকী দুই দল হচ্ছে এফসি ডায়নামো কিয়েভ, ফেরেঙ্কারোস।

এদিকে গত মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবার ‘গ্রুপ এ’-তে জায়গা করে নিয়েছে। জার্মান ক্লাবটির সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে পারে অ্যাতলেটিকো মাদ্রিদ এবং আরবি সালজবুর্গ। এদিকে ‘গ্রুপ বি’-তে রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলানের পাশাপাশি আছে শাখতার দোনেস্ক এবং বরুশিয়া মনসেনগ্ল্যাডব্যাচ।

এছাড়াও চ্যাম্পিয়নস লিগে ফিরে আসা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গী এবার গেল মৌসুমে রানার্স আপ হওয়া প্যারিস সেন্ত জার্মেই। ‘গ্রুপ জি’-তে তাদের সঙ্গী আরবি লাইপজিগ, ইস্তানবুল বাসাকেহির। এদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা রেনেসের সামনে 'গ্রুপ ই'-তে আছে সেভিয়া, চেলসি, এফসি ক্রাসোডার।

আগামী ২০ অক্টোবর শুরু হবে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। ফেব্রুয়ারিতে শুরু হবে নকআউট পর্ব। আর ফাইনাল ২৯ মে তুরস্কের রাজধানী ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে।

গ্রুপ এ

বায়ার্ন মিউনিখ, অ্যাতলেটিকো মাদ্রিদ, আরবি সালজবুর্গ, লোকোমোটিভ মস্কো।

গ্রুপ বি

রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেতস্ক, ইন্টার মিলান, বরুশিয়া মনসেনগ্ল্যাডব্যাচ।

গ্রুপ সি

এফসি পোর্তো, ম্যানচেস্টার সিটি, অলিম্পিয়াকোস, মার্শেই।

গ্রুপ ডি

লিভারপুল, আয়াক্স, আতালান্তা, মিডিল্যান্ড।

গ্রুপ ই

সেভিয়া, চেলসি, এফসি ক্রাসোডার, রেনেস।

গ্রুপ এফ

জেনিথ, বরুশিয়া ডর্টমুন্ড, ক্লাব ব্রুগ, লাজিও।

গ্রুপ জি

জুভেন্টাস, এফসি বার্সেলোনা, এফসি ডায়নামো কিয়েভ, ফেরেঙ্কারোস।

গ্রপ এইচ

প্যারিস সেন্ত জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড, আরবি লাইপজিগ, ইস্তানবুল বাসাকেহির।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়