ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিন অধিনায়কের চোখ ট্রফিতে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১১ অক্টোবর ২০২০  
তিন অধিনায়কের চোখ ট্রফিতে

কালো কাপড় সরিয়ে ট্রফি উন্মোচন করলেন তামিম, মাহমুদউল্লাহ ও শান্ত। হঠাৎ এক শব্দে তামিম হতচকিয়ে উঠলেন। মাহমুদউল্লাহ ও শান্তর মুখে চওড়া হাসি। নানা রঙের কনফেত্তিতে রঙিন হয়ে উঠলো ট্রফি উন্মোচন মঞ্চ।

দীর্ঘদিন পর মিরপুরে গড়াচ্ছে সাদা বলের ক্রিকেট। ব্যাট-বলের প্রতিযোগিতায় মেতে উঠবেন তামিম, মাহমুদউল্লাহ ও নাজমুলের একাদশ। জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের নিয়ে আজ রোববার (১১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দলের ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’। প্রথম ম্যাচে মিরপুরে আজ মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত একাদশ।

ট্রফি উন্মোচন মঞ্চে হাসিখুশি থাকলে মাঠের লড়াইয়ের ঝাঁঝ পাওয়া গেল তিন অধিনায়কের কণ্ঠে। দলকে চ্যাম্পিয়ন করাতে পারলেই মিলবে ১৫ লাখ টাকা। আছে আরো লাখ-লাখ টাকার পুরস্কার। তাইতো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা, উত্তেজনা।

তিন দলের অধিনায়ক দৃঢ় কণ্ঠে চ্যাম্পিয়ন হওয়ার কথা জানিয়েছেন।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ভালো লাগছে। কারণ, মাঠের মানুষ আমরা মাঠে ফিরছি। এখন প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু হচ্ছে। খুবই ভালো লাগছে। আশা আছে তো অবশ্যই চ্যাম্পিয়ন হবার, ইনশাআল্লাহ। তারচেয়েও বড় কথা যে, এটা আমাদের দেশের সবচেয়ে প্রতিশ্রুতিশীল এবং অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলি সবদিক দিয়েই সেরা খেলোয়াড় যারা তারাই হয়তো খেলছে। এটা আমাদের নিজেদের ভেতর একটা ভালো প্রতিযোগিতা প্রমাণের জন্য। দল মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। টপ অর্ডার টু লেট মিডলঅর্ডার, স্পিনিং সাইড, পেস বোলিং ইউনিটও খুব ভাল হয়েছে।’

বড় লেভেলের ক্রিকেটে অধিনায়কত্বে নতুন নন নাজমুল হোসেন শান্ত। তবে প্রতিপক্ষ হিসেবে যখন মাহমুদউল্লাহ সামনে তখন কিছুটা হলেও ঘাবড়ানোর কথা। কিন্তু চনমনে শান্ত একেবারেই আত্মবিশ্বাসী। কণ্ঠে তার চ্যাম্পিয়ন সুর, ‘আশা করছি খুব ভালো একটা সিরিজ হবে। প্রত্যেকটা দলই ভালো। অবশ্যই প্রত্যাশা অনেক বেশি। আমাদের যে দল হয়েছে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। আমাদের যেটা ইতিবাচক দিক ফিল্ডিং বিভাগটা খুব ভালো, যেহেতু দলে অনেক তরুণ। সঙ্গে বোলিং ব্যাটিং তো আছেই। আশা করছি তিন বিভাগেই ভালো কিছু হবে।’

মঙ্গলবার তামিম ইকবালের অধিনায়কত্বে মাঠে নামবেন বিজয়, আকবর আলী, মুস্তাফিজরা। নিজের দল নিয়ে জাতীয় দলের ওয়ানডে অধিনায়কও বেশ আত্মবিশ্বাসী, ‘আমার কাছে মনে হয় যে দল মাঠে ভাল খেলবে সে দলেরই জেতার সুযোগ বেশি থাকবে। দেখেন প্রত্যাশা হলো আমরা অনেকদিন পর ক্রিকেটে আসছি, একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে। প্রায় ৫০/৬০ জন ক্রিকেটার আমরা এই টুর্নামেন্ট খেলবো। ক্রিকেটে ফিরে আসছি এটা চিন্তা না করে আমার কাছে মনে হয় এখানে আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু পেতে পারি। কারো যদি একটা ভালো টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে কিংবা বোলিংয়ে ভালো পারফর্মেন্স করে তাহলে তার জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে। যেহেতু টুর্নামেন্টে আমরা একটা দল, তাই চ্যাম্পিয়ন হওয়াই আমাদের ইচ্ছা।’

ফ্লাডলাইটের আলোয় আলোকিত হয়ে উঠবে মিরপুরের ২২ গজ। ব্যাট-বলের উত্তাপে চার-ছক্কার ফুলঝুরিও ছড়াতে পারে। করোনার কারণে মাঠে দর্শক আসার অনুমতি নেই। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে টুর্নামেন্টের প্রতিটি খেলা ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর চলতি ধারাবিবরণী শোনা যাবে।

অনলাইনে খেলা দেখা যাবে এই লিঙ্কে: www.facebook.com/bcbtigercricket

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়