ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোনালদোর অভাব বুঝতে দিলো না পর্তুগাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৫ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:১৪, ১৫ অক্টোবর ২০২০
রোনালদোর অভাব বুঝতে দিলো না পর্তুগাল

ডিওগো জোতার গোল উদযাপন

পর্তুগালের আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদো নেই, বোঝাই গেলো না। নেশন্স লিগের ম্যাচে বুধবার সুইডেনকে ৩-০ গোলে হারালো গত আসরের চ্যাম্পিয়নরা। করোনায় আক্রান্ত অধিনায়কের অনুপস্থিতিতে জোড়া গোল করেছেন ডিওগো জোতা।

আইসোলেশনে থাকলেও রোনালদো এই ম্যাচে অবদান রেখেছেন। লিসবনে খেলা শুরুর কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তার সতীর্থদের উজ্জীবিত করেছেন এবং তাকে আশাহত করেননি সতীর্থরা।

প্রথম দিকে স্বাগতিকরা এগিয়ে যেতে পারতো। উইলিয়াম কারভালহোর হেড পোস্টে লেগে লাফিয়ে নিরাপদ দূরত্বে চলে যাওয়ায় গোল উদযাপন করতে পারেনি পর্তুগিজরা। সময় যত গড়াতে থাকে তাদের গতি ও শৃঙ্খলার সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খেয়েছে সুইডেন।

২১ মিনিটে বার্নার্ডো সিলভা পর্তুগালকে এগিয়ে দেন। মাঝমাঠ থেকে কাউন্টার অ্যাটাকে জোতার পাসে প্রথম শটে গোল করেন ম্যানসিটি মিডফিল্ডার।

মার্কাস বার্গের শক্তিশালী শট পোস্টে আঘাত করলে সুইডেন সমতা ফেরাতে পারেনি। বরং প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে জোতা স্কোরশিটে নাম লেখেন।

জোয়াও কানসেলোর ক্রসে ডান দিক থেকে লক্ষ্যভেদ করেন লিভারপুলের ২৩ বছর বয়সী মিডফিল্ডার। ৭১ মিনিটে একা দৌড়ে গিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন জোতা।

টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচে ডাগআউটে নিষিদ্ধ হয়েছেন সুইডেনের কোচ জান্নে অ্যান্ডারসন। রেফারির সিদ্ধান্তে অশোভন আচরণ করেছিলেন ৫৭ বছর বয়সী কোচ।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ এ’র তিন নম্বর গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাদের পরে ফ্রান্স। টানা চার হারে সবার শেষে সুইডিশরা।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়