RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

করোনামুক্ত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:১০, ৩১ অক্টোবর ২০২০
করোনামুক্ত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠেছেন পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাস বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার এক টেস্টে করোনা নেগেটিভ হন ৩৫ বছর বয়সী রোনালদো । করোনা আক্রান্ত হওয়ার ১৯ দিনের মাথায় তিনি সেরে উঠলেন। এখন থেকে তাকে আর আইসোলেশনে থাকতে হবে না বলে জানিয়েছে জুভেন্টাস।

আগামীকাল রোববার (১ নভেম্বর) স্পেজিয়ার বিপক্ষে জুভেন্টাসের হয়ে খেলতে পারবেন তিনি। যদি আন্দ্রেয়া পিরলো তার সেরা একাদশে রোনালদোকে রাখেন।

গেল ১৩ অক্টোবর করোনা আক্রান্ত হন সিআরসেভেন। সে সময় উয়েফা ন্যাশন্স লিগে খেলার জন্য পর্তুগালের জাতীয় দলের ক্যাম্পে ছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি ন্যাশন্স লিগে সুইডেনের বিপক্ষে খেলতে পারেননি। অবশ্য তিনি না খেললেও জয় পেতে সমস্যা হয়নি পর্তুগালের। তারা ৩-০ গোলে হারিয়েছিল সুইডেনকে।

এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ইতালিতে আসেন এবং আইসোলেশনে চলে যান। করোনার কারণে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারেননি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়