ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ভারতের ৩৬ রানের অলআউটে রেকর্ড ভেঙে চুরমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:৫৮, ১৯ ডিসেম্বর ২০২০
ভারতের ৩৬ রানের অলআউটে রেকর্ড ভেঙে চুরমার

অ্যাডিলেডে দুঃস্বপ্নের মতো দিন কাটাল ভারত। পেসার জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স ভারতকে নিয়ে ছেলেখেলায় মেতে উঠল। ২২ গজে ভারত অলআউট ৩৬ রানে। টেস্ট ক্রিকেটে যা তাদের সর্বনিম্ন দলীয় রান। 

ভারতের ৩৬ রানে অলআউটে ওলটপালট রেকর্ডবুক। এক নজরে সেসব জানা যাক,


৩৬: ভারতের ইনিংস শেষ হয় ৩৬ রানে। যা তাদের টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন দলীয় রান। এর আগে ১৯৭৪ সালে লর্ডসে ৪২ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এটি পঞ্চম সর্বনিম্ন দলীয় রান। ১৯৫৫ সালে নিউ জিল্যান্ডকে ২৬ রানে অলআউট করেছিল ইংল্যান্ড। যা টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন দলীয় রান।

: ভারতের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। সর্বোচ্চ ৯ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। টেস্ট ক্রিকেটে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা। ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে এমন ঘটনা ঘটেছিল। সেবার দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল ৩০ রানে। সর্বোচ্চ ৭ রান করেছিলেন অধিনায়ক হারবি টেলর।

১৯: ভারত ১৯ রান তুলতেই হারিয়েছিল ৬ উইকেট। এর আগে এতো অল্পরানে কখনো ৬ ব্যাটসম্যানকে হারায়নি ভারত।এর আগে ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে ২৫ রান তুলতে ৬ উইকেট হারিয়েছিল তারা। এছাড়া দ্রুততম ৬ উইকেট হারানোর তালিকায় এটির অবস্থান সপ্তম স্থানে। 

২৫: মাত্র ৮ রানে ৫ উইকেট পেয়েছেন জস হ্যাজেলউড। ক্যারিয়ারের অষ্টম ৫ উইকেট পেতে হ্যাজেলউড করেন মাত্র ২৫ বল। যা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম। ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার এরনি তুসাক মাত্র ১৯ বলে ৫ উইকেট পেয়েছিলেন। ২০১৫ সালে স্টুয়ার্ট ব্রড সমান বলে অস্ট্রেলিয়ার বিপক্ষেই পেয়েছেন ৫ উইকেটের স্বাদ।

: ৫-৩-৮-৫। জস হ্যাজেলউডের বোলিং ফিগার। ৫ বা তার বেশি উইকেট পেতে সবচেয়ে মিতব্যয়ী বোলিং করার তালিকায় তিনে অবস্থান করছে হ্যাজেলউডের এ কীর্তি। স্বদেশি তুসাক ভারতের বিপক্ষে ১৯৪৭ সালে ২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। আরেক অস্ট্রেলিয়ান মিডিয়াম পেসার হেরবার্ট আয়রনম্যাঙ্গার ৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

১.৬: তুসাকের ২ রানে ৫ উইকেটের পর হ্যাজেলউড আজ সবচেয়ে ভালো ইকোনোমিকাল বোলিং করেছেন। তার বোলিং ইকোনমি ছিল ১.৬।  

২০০: ৫ উইকেট নেওয়ার পথে হ্যাজেলউড ক্যারিয়ারের দুইশ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। 

৩১: ৪ উইকেট নিয়ে প্যাট কামিন্স ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। অস্ট্রেলিয়ানদের মধ্যে যা তৃতীয় দ্রুততম। ডেনিস লিলি ও শেন ওয়ার্নের সঙ্গে যৌথভাবে এ রেকর্ড গড়েছেন কামিন্স। ক্ল্যারি গ্রিমেট ১৫০ উইকেট পেয়েছিলেন ২৮ টেস্টে। 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়