ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:২২, ২৮ ডিসেম্বর ২০২০
সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত

সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর হওয়ার কথা ছিল এই বছরের সেপ্টেম্বরে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা এক বছর পেছানো হয়েছিল। সোমবার এর দিনক্ষণ চূড়ান্ত হলো। ২০২১ সালের ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফের প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিনের নেতৃত্বে সোমবার বিকালে নির্বাহী কমিটির জুম মিটিং হয়। ওই সভা শেষে স্থগিত হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের শুরু ও শেষের তারিখ ঘোষণা করা হয়।

২০০৩, ২০০৯ ও ২০১৮ সালের পর চতুর্থবার সাফের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবার আয়োজক হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর তাদের সেরা সাফল্য ছিল ২০০৯ সালে সেমিফাইনাল পর্যন্ত।

এবারের আসরেও আয়োজক বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত এবং মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়