ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্লো ওভার রেটের মাশুল দিলো অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:২২, ২৯ ডিসেম্বর ২০২০
স্লো ওভার রেটের মাশুল দিলো অস্ট্রেলিয়া

ভারতের কাছে মেলবোর্ন টেস্টে হারের পর আরেকটি ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। স্লো ওভার রেটের কারণে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারিয়েছে তারা।

বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে স্বাগতিকদের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চার পয়েন্ট খোঁয়ালো তারা।

আইসিসির নিয়ম অনুযায়ী বরাদ্দ করা সময়ে বোলিং শেষ করতে ব্যর্থ হলে প্রত্যেক ওভারের জন্য ওই দল দুটি করে পয়েন্ট হারাবে এবং ২০ শতাংশ জরিমানা গুণতে হবে।

এ বছরের শুরুতে প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তারাও স্লো ওভার রেটের অপরাধ করেছিল।

চার পয়েন্ট কেড়ে নেওয়ায় এখন অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩২২।

মেলবোর্নে ব্যাটিং ব্যর্থতায় আজিঙ্কা রাহানের দলের কাছে ৮ উইকেটে হেরে গেছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজ এখন ১-১ এ সমতায়।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়