ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তামিম-সাকিবের দুই সহস্র

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:২১, ২৫ জানুয়ারি ২০২১
তামিম-সাকিবের দুই সহস্র

তাদের ব্যাটিংয়ে নামা মানেই বিশেষ কিছু। তাদের ব্যাটে বাংলাদেশ হেসেছে অনেক ম্যাচে। খাদের কিনারা থেকে দলকে ভাসিয়েছেন উল্লাসে। তাদের ব্যাট হাসলে হাসে বংলাদেশও।

ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তৃতীয় উইকেটে জুটি বাঁধেন সাকিব-তামিম। ৩৮ রান তুলতে বাংলাদেশ হারায় লিটন ও শান্তর উইকেট। এরপর দুই বাঁহাতি ব্যাটসম্যান দলকে বিপদ থেকে উদ্ধার করে স্বস্তির পরশ এনে দেন। দারুণ ব্যাটিং ধারাবাহিকতায় সাকিব ও তামিম যোগ করেন ৯৩ রান। এ জুটি গড়ার পথে দুইজনের জুটির রান দুই সহস্র পেরিয়েছে।

সব মিলিয়ে ৪৪ ইনিংসে ২০৮১ রান করেছেন দুইজন। ব্যাটিং গড় ৪৮.৩৯। রয়েছে ৩টি শতরানের ও ১৭টি হাফ সেঞ্চুরির জুটি।ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় জুটির রান দুই সহস্র রান পেরিয়েছে। ৩১১৯ রান করে সবার ওপরে রয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ২১৪৪ রান তুলেছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। 

তামিম ও সাকিব জুটির সর্বোচ্চ রান ২০৭। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে এ রান করেছিলেন। এছাড়া ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ ও ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ১০৬ রান করেছিলেন।  
 

চট্টগ্রাম/ইয়াসিন/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়