ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শততম টেস্টে রুটের ইতিহাস 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:৩২, ৫ ফেব্রুয়ারি ২০২১
শততম টেস্টে রুটের ইতিহাস 

ভারতের নাগপুরে দেশের হয়ে জীবনের প্রথম টেস্ট খেলেছেন। সেই ভারতের বিপক্ষেই ইংল্যান্ড অধিনায়ক জো রুট খেলছেন ক্যারিয়ারের শততম টেস্ট। সাদাপোশাকে নিজের সেঞ্চুরির ম্যাচকে রাঙিয়ে রাখলেন সেঞ্চুরি করেই। সঙ্গে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

৯ম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ইতিহাস গড়েন। ২০১২ সালের ১৩ ডিসেম্বর নাগপুরে ভারতের বিপক্ষে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় জো রুটের। আর আজ ২০২১ এর ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে কোহলিদের বিপক্ষে খেলতে নেমে রুট তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ১৬৪ বলে। শেষে পর্যন্ত তিনি অপরাজিত আছেন ১২৮ রান করে। ১৯৭ বলের দৃষ্টিনন্দন ইনিংসটি রুট সাজিয়েছেন ১৪টি চার ও ১টি ছয়ের মারে। 

তার আগে মাত্র ৮জন শততম টেস্ট সেঞ্চুরি করে রাঙাতে পেরেছেন। তারা হলেন কলিন কাউড্রে, জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইজামাম-উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। আর আজ নতুন করে এই রেকর্ডে নাম লেখালেন রুট। এর মধ্যে একমাত্র ক্রিকেটার পন্টিং যিনি, শততম টেস্টের দুই ইনিংসেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। 

এই টেস্টে খেলতে নামার আগে রোমাঞ্চিত ছিলেন রুট। তিনি বলেছিলেন, ‘২০১২ সালে ভারতেই প্রথম টেস্ট খেলেছিলাম। সেই টেস্ট আমার চোখ খুলে দিয়েছিল । স্পিন খেলতে শিখেছিলাম, দারুণ কয়েকজন সতীর্থ ছিল, কঠিন প্রতিপক্ষ ছিল। চেন্নাইয়ের মাঠে শততম টেস্ট খেলতে আমি মুখিয়ে আছি।’

টেস্টে রুটের পারফরম্যান্স যে কোনো ব্যাটসম্যানকেই ঈর্ষান্বিত করবে। এই টেস্টের আগে ৯৯ টেস্টে ৫৪.৯৭ গড়ে তার রান ৮ হাজার ২৪৯। সেঞ্চুরি ১৯টি, হাফসেঞ্চুরি ৪৯টি। সর্বশেষ দুই টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ডাবল সেঞ্চুরি আরেকটিতে হাঁকান সেঞ্চুরি। টেস্টের সেরা ব্যাটসম্যানদের মধ্যে আছেন ৫ নম্বরে।

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়