ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদ্রিদ ডার্বির দিনক্ষণ চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২১
মাদ্রিদ ডার্বির দিনক্ষণ চূড়ান্ত

লা লিগা মৌসুমের দ্বিতীয় মাদ্রিদ ডার্বির সূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো বৃহস্পতিবার। আগামী ৭ মার্চ ওয়ান্দা মেত্রোপলিতানোতে বর্তমান শীর্ষ দল আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের দিনের সঙ্গে কিক অফের সময়ও জানানো হয়েছে। ওই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় হবে দুই নগরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

আরো পড়ুন:

এই সূচি ঘোষণা হওয়ায় আতলেতিকোর জন্য খুব ব্যস্ত সময় কাটবে। লিগের শীর্ষ দলটি মাদ্রিদ ডার্বির ঠিক তিন দিন পর অ্যাথলেটিক ক্লাবকে স্বাগত জানাবে ৯ জানুয়ারির স্থগিত হওয়া ম্যাচটি খেলতে। রিয়ালকে মোকাবিলার পরের ১০ দিনে চেলসির সঙ্গে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগসহ তিনটি ম্যাচ খেলবে আতলেতিকো।

মাদ্রিদ ডার্বি খেলার পরের সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতালান্তার মুখোমুখি হবে রিয়াল। দুই ম্যাচ বেশি খেলে আতলেতিকোর (৫১) চেয়ে ৫ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে তারা। লিগের এই আসরে প্রথম দেখায় ঘরের মাঠে ২-০ গোলে জেতে রিয়াল।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়