ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত টাইগার উডস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৯:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত টাইগার উডস

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত গলফার টাইগার উডস। তার পায়ে বড় ক্ষতির আশংকা করছেন চিকিৎসকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, কিংবদন্তি গলফারের অস্ত্রোপচার চলছে।

খবরে এসেছে, উডস নিজে গাড়ি চালাচ্ছিলেন।লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের দফতর এ তথ্য নিশ্চিত করে। রোলিং হিলস এস্টেট এবং র‍্যাঞ্চো পালোসা ভার্দাস সীমান্তে দুর্ঘটনার কবলে পড়ে উডসের গাড়ি। ব্ল্যাকহর্স রোডের হথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় একটি বাঁকের কাছে উডসের গাড়ির ঘুরে যায় এবং একটি গাছে ধাক্কা মারে। তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। সেই সময় জ্ঞান ছিল উডসের। কথাও বলতে পারছিলেন। লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ারফাইটার্স এবং প্যারামেডিকস জানিয়েছে, তারা ‘জস অফ লাইফ’’ পদ্ধতির সাহায্যে গাড়ির ভেতর থেকে উডসকে উদ্ধার করেন। ৪৫ বছরের ক্যারিয়ারে ১৫টিরও বেশি মেজর ট্রফি জিতেছেন উডস। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এবারের দুর্ঘটনায় তার পায়ে বড় ক্ষতির আশংকা করা হচ্ছে।

এর আগেও ২০০৯ সালে উডসের গাড়ি একটি গাছে ধাক্কা খায়। সেবার অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন গলফের কিংবদন্তি।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়