ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লা লিগা প্রতিদ্বন্দ্বীদের পিকের হুঁশিয়ারি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
লা লিগা প্রতিদ্বন্দ্বীদের পিকের হুঁশিয়ারি

গত ডিসেম্বরের কথা, কাদিজের কাছে হেরে লা লিগার টেবিলে শীর্ষস্থানের চেয়ে ১২ পয়েন্ট পেছনে থেকে সপ্তম স্থানে ছিল বার্সেলোনা। শনিবার সেভিয়ার মাঠে ২-০ গোলে জেতায় দুই মাসের ব্যবধানে তারা এখন দ্বিতীয় স্থানে। এক নম্বর আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তারা ব্যবধান ২ পয়েন্টে নামিয়ে এনেছে। লিওনেল মেসি ও উসমান দেম্বেলের গোলে এই জয়ের পর দলটির অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে হুঁশিয়ারি দিলেন লিগ শিরোপা প্রার্থীদের।

অবশ্য তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ দুই নম্বর থেকে বার্সাকে ছিটকে দেওয়ার লক্ষ্যে সোমবার মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। কাতালানদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট পেছনে মাদ্রিদ ক্লাব। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিতীয় স্থানটি মিউজিক্যাল চেয়ারের মতো নড়চড় হচ্ছে কয়েক সপ্তাহ ধরে। তবে বার্সা তাদের ছায়া থেকে বেরিয়ে এসেছে, যার প্রমাণ দিয়েছে কাদিজের কাছে হারের পর থেকে টানা ১৫টি লিগ ম্যাচে অজেয় থেকে।

এছাড়া এই মৌসুমে প্রথমবার শীর্ষ চারে থাকা কোনও ক্লাবের বিপক্ষে জয় বার্সাকে আত্মবিশ্বাসী করে তুলেছে মনে করেন পিকে। চার বছরে তৃতীয় লা লিগা শিরোপা জয়ের মিশনে দল ফিরে এসেছে বললেন স্প্যানিশ ডিফেন্ডার, ‘লিগে লড়াই শুরু হয়েছে, হ্যাঁ অবশ্যই। অতীতেও বাজে পরিস্থিতি থেকে দল ফিরে এসেছে এবং সম্প্রতি দুটি ম্যাচ (প্যারিস সেন্ত জার্মেই ও কাদিজ) বাদ দিলে ২০২১ সালে ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী হতে পারি।’

দলের ওপর আস্থা রাখছেন পিকে, ‘নিজেদের মাঠে সেভিয়া আমাদের বিপক্ষে গোলে একটিও শট নিতে পারেনি, এমনকি পরিষ্কার সুযোগও পায়নি। এখনই এটা বলার আদর্শ সময় নয়। কিন্তু দলের ওপর আমার আস্থা আছে।’ তিন দিন পরই সেভিয়াকে ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে বার্সা। প্রথম লেগ ২-০ গোলে হেরে কোপা দেল রের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় তারা, কিন্তু এই জয় সব চাপ দূর করেছে মনে করেন পিকে, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি ঘুরে দাঁড়াতে পারবো। কিন্তু এটা হবে খুবই আলাদা ম্যাচ। প্রথম ব্যাপার হলো উচ্চাকাঙ্ক্ষা আনতে হবে। যদি পূর্ণাঙ্গ পারফরম্যান্স করতে পারি, তাহলে আমাদের সুযোগ আছে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়