ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোনও কিছুই অসম্ভব নয়: কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ৯ মার্চ ২০২১  
কোনও কিছুই অসম্ভব নয়: কোমান

প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে আরেকটি চ্যাম্পিয়নস লিগ মিরাকলের খোঁজে বার্সেলোনা। শেষ ষোলোর দ্বিতীয় লেগ হবে পার্ক দে প্রিন্সেসে। ২০১৭ সালের মতো অবিশ্বাস্য কিছু হবে কি! বার্সা কোচ রোনাল্ড কোমান বললেন, ‘কোনও কিছুই অসম্ভব নয়।’

গত ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে ৪-১ গোলের হারের কারণে দ্বিতীয় লেগে মোটেও ফেভারিট নয় বার্সা। তাও আবার খেলাটা প্রতিপক্ষের মাঠে। কিন্তু ঘুরে দাঁড়ানোর অদম্য বিশ্বাস ঠিকই মনে লালন করছে কাতালানরা। পিএসজির কাছে হারের পর লা লিগায় কাদিজের সঙ্গে ড্রর পর থেকে চার ম্যাচ খেলে সবগুলোতে দারুণ জয় পেয়েছে তারা। ২-০ গোলে হারের পর সেভিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-০ তে অবিশ্বাস্য জয়ে উঠেছে কোপা দেল রের ফাইনালে।

খুব সহজে পিএসজিকে ছেড়ে দেওয়ার ক্লাব যে বার্সা নয়, সেটাই বললেন কোমান। ডাচ কোচ বলেছেন, ‘কোনও কিছুই অসম্ভব নয়। নিজেদের ওপর আমাদের বিশ্বাস আছে। বার্সায় আপনাকে জিততেই হবে। আমরা এই মানসিকতা দেখাতে যাচ্ছি যে, দীর্ঘ সময় ধরে যে আমরা দাপট দেখাচ্ছি। আমি মনে করি অসম্ভব বলে কিছু নেই। সুযোগ তৈরির জন্য আমাদের অবশ্যই কার্যকর পারফরম্যান্স করতে হবে।’

সম্প্রতি কোপা দেল রের সেমিফাইনালে সেভিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ের সঙ্গে এই ম্যাচকে একই জায়গায় রাখছেন না কোমান, ‘আশা করি প্রথম লেগের চেয়ে ভিন্ন ম্যাচ হবে এটা। সবকিছু নির্ভর করছে ম্যাচে আমরা কেমন শুরু করি তার ওপর। প্রতিপক্ষের কাজটা কঠিন করে তুলতে হবে আমাদের। আমরা যদি নিখুঁত খেলতে পারি, তাহলে অসম্ভব কিছুই নয়। কোপা দেল রেতে সেভিয়ার বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে, যদিও এই ম্যাচের সঙ্গে সেভিয়ার ম্যাচ তুলনা করা যাবে না।’

২০১৭ সালে পার্ক দে প্রিন্সেসে ৪-০ গোলে প্রথম লেগ হেরেছিল বার্সা। পরে ন্যু ক্যাম্পে ৬-১ গোলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। এবার টিকে থাকতে হলে অন্তত ৪-০ গোলে জিততে হবে কাতালানদের। যদিও চ্যাম্পিয়নস লিগে দুই লেগের নকআউট পর্বে হোম ম্যাচে তিন গোলের ব্যবধানে হেরে ঘুরে দাঁড়ানোর ঘটনা নেই। তাই ইতিহাস গড়েই প্রত্যাবর্তন করতে হবে বার্সাকে।

এ নিয়ে কোমান বলেছেন, ‘২০১৭ সালের পুনরাবৃত্তি? আমি মনে করি না পিএসজি আমাদের নিয়ে ভীত। বিশেষ করে তাদের কোচ সেরা প্রস্তুতি নিয়ে রেখেছে তাই তারা মনে করছে না যে এটা সহজ ম্যাচ হবে। কিন্তু ফিরে আসার জন্য এটা একেবারে ভিন্ন পরিস্থিতি। অ্যাওয়ের চেয়ে হোমে দ্বিতীয় লেগ খেলা সহজ। আমাদের অবশ্যই নিজেদের সেরাটা খেলতে হবে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়