ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছয় বছর পর উইলিয়ামসন-টেলরকে ছাড়া নিউ জিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৮, ২০ মার্চ ২০২১   আপডেট: ১২:৪২, ২০ মার্চ ২০২১
ছয় বছর পর উইলিয়ামসন-টেলরকে ছাড়া নিউ জিল্যান্ড

তামিম ইকবালের সঙ্গে টস করতে নামলেন টম লাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন নেই। কুনুইয়ের ইনজুরিতে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের একটিও খেলা হচ্ছে না সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের।

লাথামের একাদশে নেই নিউ জিল্যান্ডের হয়ে ২৩২ ওয়ানডে খেলা রস টেলরও। হ্যামস্ট্রিং চোটে প্রথম ওয়ানডেতে সাইড বেঞ্চে অভিজ্ঞ ক্রিকেটার। দলের দুই সেরা ক্রিকেটার নেই। শেষ কবে ঘটেছিল এমন ঘটনা?

স্মৃতির পাতা উল্টো জানা গেল, ছয় বছর আগে কেন উইলিয়ামসন ও রস টেলরকে ছাড়া শেষ ওয়ানডে খেলেছিল কিউইরা। ২০১৪ সালের ২৭ অক্টোবর মাউন্ট মুঙ্গুনুউতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল নিউ জিল্যান্ড। সেই ম্যাচে ছিলেন না দুইজনের কেউ।

এরপর কিউইরা ১১৩ ওয়ানডে খেলেছে। যেগুলোতে উইলিয়ামসন কিংবা টেলরের যে কোনো একজন ছিলেন। ২০০৬ সালে ওয়ানডে অভিষেক টেলরের। ২০১০ সালে রঙিন পোশাকে অভিষেক উইলিয়ামসনের। অভিষেকের পর বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ মিস করেননি তারা। এবারই প্রথম ঘটছে এমন ঘটনা।

টেলর নিউ জিল্যান্ডের হয়ে ২৩২ ম্যাচে ৮ হাজার ৫৭৪ রান করেছেন। সেঞ্চুরি ২১টি, হাফ সেঞ্চুরি ৫১টি। উইলিয়ামসনের ১৫১ ম্যাচে রান ৬ হাজার ১৭৩। তার সেঞ্চুরি ১৩টি, হাফ সেঞ্চুরি ৩৯টি। 

নিউ জিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল জুটি টেলর ও উইলিয়ামসনের। তৃতীয় উইকেট জুটিতে দুই ডানহাতি ব্যাটসম্যান ৬৯ ইনিংসে ৩ হাজার ৮১২ রান করেছেন। যা কিউইদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তবে জুটির রানের গড়ে তারা ধরা ছোঁয়ার বাইরে। তাদের জুটির গড় ৫৭.৭৫। সর্বোচ্চ ৩ হাজার ৮১৪ রান করেছেন নাথান অ্যাস্টেল ও স্টিভেন ফ্লেমিং। তারা ব্যাটিং করেছেন ১১৮ ইনিংস। ব্যাটিং গড় ৩৩.১৬।

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়