ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘প্রথম ১০ ওভার উইকেট না হারানো হবে গুরুত্বপূর্ণ’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২৫ মার্চ ২০২১   আপডেট: ১৯:০৫, ২৫ মার্চ ২০২১
‘প্রথম ১০ ওভার উইকেট না হারানো হবে গুরুত্বপূর্ণ’

ওয়েলিংটনে বাংলাদেশের ব্যাটিং অনুশীলন

নিউ জিল্যান্ডে তিন ওয়ানডের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই হেরে গেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে শুক্রবার (২৬ মার্চ) ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচ খেলবে তামিম ইকবালের দল। এই ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশের ব্যাটিং কোচ জন লুইস। তার বিশ্বাস, প্রথম পাওয়ার প্লে অর্থাৎ ইনিংসের প্রথম ১০ ওভার দেখেশুনে খেলাই হতে পারে গুরুত্বপূর্ণ।

ডানেডিনে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, হারে ৮ উইকেটে। ক্রাইস্টচার্চে তামিম ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে ২৭১ রানের শোভনীয় সংগ্রহ স্কোরবোর্ডে জমা করেছিল সফরকারীরা। কিন্তু অগণিত সুযোগ নষ্ট করার মাশুল তারা দেয় ৫ উইকেটের পরাজয়ে। তৃতীয় ম্যাচ নিয়ে কী ভাবনা! বৃহস্পতিবার (২৫ মার্চ) সংবাদ সম্মেলনে লুইস জানালেন সেই কথা।

বাংলাদেশের ব্যাটিং কোচ বলেছেন, ‘প্রথম দশ ওভারে যদি আমরা যথেষ্ট রান না-ও করতে পারি, আমরা বিশ্বাস করি শেষ ভাগে তা পুষিয়ে নিতে পারবো। আমরা যদি প্রথম ১০ ওভারে ৩০-৪০ রানের বিনিময়ে একটিও উইকেট না হারায় কিংবা সর্বোচ্চ একটিও উইকেট পড়ে, তাহলেও বলবো আমাদের অবস্থা ভালো। ডানেডিনে আমরা দুটি কিংবা তিনটি উইকেট হারিয়েছিলাম, তাতে নিউ জিল্যান্ড ইনিংসের নিয়ন্ত্রণ নেয়। পরের ম্যাচে যখন তামিম ও সৌম্য ভালো জুটি গড়লো, তা মিঠুনকে ভালো খেলতে সহায়তা করেছিল এবং আমরা শোভনীয় স্কোর পেলাম।’

প্রথম দুই ম্যাচেই আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও তেমন কিছু হলে সফরকারীদের পরিকল্পনা কী হবে, তা জানালেন লুইস, ‘আমরা যদি প্রথমে ব্যাট করি, তাহলে আমাদের চিন্তা করতে হবে নতুন বলে কী ঘটতে যাচ্ছে। তাদের আছে ট্রেন্ট বোল্ট ও এই ম্যাচে যদি টিম সাউদি আসে, তাহলে তারা পাবে শক্তিশালী পারফর্মারদের। আমাদের নিশ্চিত করতে হবে যেন তারা শুরুতেই আমাদের বেশি ক্ষতি না করতে পারে। যদি বড় স্কোর তাড়া করতে হয়, তাহলে পাওয়ার প্লের ফায়দা নিতেই হবে- কিছু ঝুঁকি নিতে হবে, খেলতে হবে কিছু শট।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়