ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটে বাংলাদেশ-দ.আফ্রিকা সিরিজ চলবে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:২৩, ৩ এপ্রিল ২০২১
সিলেটে বাংলাদেশ-দ.আফ্রিকা সিরিজ চলবে

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী ইমার্জিং দলের সিরিজ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে। সোমবার থেকে সারাদেশে সরকার লকডাউনের ঘোষণা দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ম্যানেজার তৈহিদ মাহমুদ জানিয়েছেন খেলা চলবে। 

রাইজিংবিডিকে মুঠোফোনে তৌহিদ মাহমুদ বলেন, ‘আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত সিরিজ চলবে। যে পরিবেশের মধ্যে দলগুলো আছে, দর্শক অ্যালাউ করছি না কিছু অ্যালাউ করছি না। প্রত্যেকেই বায়োবাবল সিকিউরিটির মধ্যে আছে। কালকে আমাদের প্রথম ম্যাচ। সরকারি কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের সিরিজ চলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের প্রতি বার্তা হচ্ছে সিরিজ চলবে।‘

রোববার (৪ এপ্রিল) থেকে শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ওয়ানডে ম্যাচগুলো হবে  ৬, ৮, ১১ ও  ১৩ এপ্রিল।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়