Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২২ রমজান ১৪৪২

‘খুব বেশি আবেগে ভাসার কিছু নেই’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ২১ এপ্রিল ২০২১   আপডেট: ২২:৩৩, ২১ এপ্রিল ২০২১
‘খুব বেশি আবেগে ভাসার কিছু নেই’

অফস্পিনার ধনঞ্জয়া ডি সিলভার বল কভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়ে ৯৮ থেকে ১০২ রানে পৌঁছান নাজমুল হোসেন শান্ত। প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। প্রবল সমালোচনায় বিদ্ধ ও খাদের কিনারায় থাকা শান্ত খেললেন ধ্রুপদী এক ইনিংস। অথচ সেঞ্চুরি উদযাপনে কার্পণ্য। সতীর্থ মুমিনুল হককে জড়িয়ে ধরলেন। হেলমেট খুলে ড্রেসিংরুমের দিকে ব্যাট উঠালেন। দুই হাত ও মাথা উঠিয়ে নামিয়ে কুর্নিশ করলেন। ব্যস, শান্তর উদযাপন এতটুকুই।

আবার মনোযোগ নিজের ব্যাটিংয়ে। দিনের খেলা শেষে জানালেন, সেঞ্চুরিতেই আটকে থাকতে চান না। খেলতে চান লম্বা ইনিংস। নিজের কাজ অনেকটাই বাকি। এজন্য সেঞ্চুরি উদযাপন করে খুব বেশি আবেগে ভাসতে চাননি তিনি, ‘আমার বিশ্বাস ছিল আমি বড় রান করতে পারি। তাই খুব বেশি আবেগে ভাসার কিছু নেই। কালকে আবার ব্যাটিং আছে। যত লম্বা সময় ব্যাটিং করা যায় সেদিকে মনোযোগ বা সামনে আরও ম্যাচ খেলবো, যদি সুযোগ আসে সেদিকে মনোযোগ। তাই এটা (সেঞ্চুরি) নিয়ে খুব বেশি আবেগে ভাসার কিছু নেই।’

শান্ত যখন ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিলেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছিল। সেগুলো নিজে দেখেননি। তবে পরিবার ও বন্ধুবান্ধবের কাছ থেকে শুনেছেন। সেসবে তার মনোযোগ সামান্য। তবে ভক্তদের ট্রলকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন তিনি, ‘সত্যি বলতে আমাকে নিয়ে কী হয়েছে খুব একটা দেখিনি। হ্যাঁ শুনেছি, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের থেকে যে এরকম হচ্ছে। আমার কাছে মনে হয় সবাই আমার কাছে অনেক আশা করে। আমি হয়তো ভালো করতে পারি। এই জন্য হয়তো মানুষ এগুলো করে ভালো খেলা দেখার আশায়।’

তামিমের ৯০, শান্তর অপরাজিত ১২৬ ও মুমিনুলের হার না মানা ৬৪ রানে প্রথম দিনই বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ৩০২ রান। এ রান যতটা সম্ভব চূড়ায় নিয়ে যেতে চান। এজন্য দ্বিতীয় দিনের প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ তার কাছে। শান্ত বলেন, ‘উইকেটের অবস্থা এখন ভালো। কালকে প্রথম সেশন গুরুত্বপূর্ণ। ওই সেশন যদি আমরা ভালো ব্যাট করতে পারি তাহলে স্কোর বড় হবে। সারাদিন ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ। শুধু বল দেখবো, খেলবো। যত (ইনিংস) লম্বা করা যায়।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়