ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সোশ্যাল মিডিয়া বয়কটের ঘোষণা ইংলিশ ফুটবলের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৫ এপ্রিল ২০২১  
সোশ্যাল মিডিয়া বয়কটের ঘোষণা ইংলিশ ফুটবলের

সম্প্রতি ইংলিশ ফুটবলে খেলোয়াড়দের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্যের ঘটনা ঘটছে হরহামেশাই। এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। কিন্তু তাতে কান দেয়নি ফেসবুক, ‍টুইটার ও ইনস্টাগ্রাম। বর্ণবাদের প্রতিবাদে তাই নিজেরাই অবস্থান নেওয়ার ঘোষণা এলো ইংলিশ ফুটবলে।

এফএ, প্রিমিয়ার লিগ, ইএফএল, এফ উইমেন’স সুপার লিগ, এফএ উইমেন’স চ্যাম্পিয়নশিপ, পিএফএ, এলএমএ-সহ ইংলিশ ফুটবলের সব সংস্থা সোশ্যাল মিডিয়া বয়কটের ঘোষণা দিয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সংশ্লিষ্ট ক্লাব, সংস্থা ও খেলোয়াড়রা তাদের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামসহ সব ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ রাখবে।

আগামী ৩০ এপ্রিল শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা থেকে সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বয়কট কার্যক্রম চলবে।

আর্সেনাল ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি সম্প্রতি ঘোষণা দিয়েছেন, কোম্পানিগুলো যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া আর ব্যবহার করবেন না। টটেনহ্যাম ফরোয়ার্ড গ্যারেথ বেলও এমন প্রতিবাদে শামিল হয়েছেন। আস্তে আস্তে অনলাইন বিদ্বেষ ঠেকানোর দাবি আরও জোরালো হচ্ছে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়