ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে রাহুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২ মে ২০২১  
অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে রাহুল

তীব্র অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন লোকেশ রাহুল। অফিসিয়াল বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি থেকে জানানো হয়েছে, শনিবার রাতে পেটের তীব্র ব্যথার কথা জানান পাঞ্জাব কিংসের অধিনায়ক এবং চিকিৎসায় সাড়া না দেওয়ায় পরীক্ষা-নিরীক্ষার জন্য জরুরি বিভাগে নেওয়া হয়।

পরবর্তীতে তার তীব্র অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হবে বলে পাঞ্জাব নিশ্চিত করেছে, ‘লোকেশ রাহুলের দ্রুত সুস্থতা কামনা করছে পাঞ্জাব কিংস।’ এই আইপিএলের ৭ ম্যাচে ৩৩১ রান করে শীর্ষ ব্যাটসম্যান রাহুল। তাকে যে খুব শিগগিরই আবার মাঠে দেখা যাবে, তা আশা করা যাচ্ছে না।

অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে ওঠার পর মাঠে ফিরতে হলে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তারপরই পাঞ্জাবের জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে পারবেন রাহুল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পাঞ্জাবের আগের ম্যাচে রাহুল মাঠ থেকে উঠে গেলে ক্রিস গেইল তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেন। এখনও আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে এই জ্যামাইকান ব্যাটসম্যানের কাঁধেই উঠবে দায়িত্ব।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়