ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাকিবদের সামনে সহজ লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৩১ মে ২০২১   আপডেট: ১৫:৩১, ৩১ মে ২০২১
সাকিবদের সামনে সহজ লক্ষ্য

পাঁচ বছর পর ঢাকা লিগ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। শুধু খেলছনই না; নেতৃত্ব দিচ্ছেন ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ স্পন্সর্ড বাই ওয়ালটনের প্রথম ম্যাচে সাকিবদের দারুণ বোলিংয়ে সহজ লক্ষ্য পায় মোহামেডান।

মঙ্গলবার (৩১ মে) বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে মোহামেডান। টস জিতে শাইনপুকুরকে ব্যাটিংয়ে পাঠান সাকিব। এটা যে দারুণ সিদ্ধান্ত এটা বোঝা যায় সাকিবদের কৃপণ বোলিংয়ে।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করে শাইনপুকুর। সর্বোচ্চ ৩০ বলে ৩০ রান করেন তানজীদ হাসান। এ ছাড়া রবিউল ইসলাম ২১ বলে ২৫ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে ২০ রান করে আউট হন। সাজ্জাদুল হক ১২ বলে ১৮ ও সুমন খান ১১ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন।

প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে বোলিং শুরু করেছিলেন সাকিব। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। ক্রিজে সেট হওয়া ব্যাটসম্যান রবিউলকে ২৫ রানে পারভেজ ইমনের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। এরপর মৃত্যুঞ্জয় চৌধুরীকে প্রথম বলেই বোল্ড করেন বিশ্বসেরা অলরাউন্ডার। শেষ পর্যন্ত ২ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়ে তাকে।

এ ছাড়া ইয়াসিন আরাফাত নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন আবু জায়েদ রাহী ও আসিফ হাসান। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়