ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার ওয়ানডে মিশনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৩ জুলাই ২০২১   আপডেট: ১২:১১, ১৩ জুলাই ২০২১
এবার ওয়ানডে মিশনে বাংলাদেশ

সফল টেস্ট মিশন শেষে এবার ওয়ানডে সিরিজের অপেক্ষায় বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচ জিতলেই মিলবে ১০ পয়েন্ট। হারলেই ১০ পয়েন্ট হাতছাড়া। 

১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে ১৪ জুলাই জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। শেষ দুটি ওয়ানডে হবে ১৮ ও ২০ জুলাই। 

সীমিত পরিসরের সিরিজ শুরুর আগে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। হাঁটুর চোটে ভোগা তামিম ইকবাল টেস্ট সিরিজ মিস করলেও তাকে পাওয়া যাচ্ছে ওয়ানডেতে। টেস্ট সিরিজ শেষে বিশ্রামের সুযোগ পাননি ক্রিকেটাররা। সোমবারই তারা অনুশীলনে নেমেছেন। 

এছাড়া সীমিত পরিসরের জন্য যারা স্কোয়াডে ডাক পেয়েছেন তারাও অনুশীলন করেছেন। সেই তালিকায় আছেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

ভিসা জটিলতার কারণে রুবেল হোসেন ও যুব বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শামীম হোসেন জিম্বাবুয়ে যেতে পারেননি।আজ তাদের রওণা হওয়ার কথা রয়েছে। 

ওয়ানডে পরিসংখ্যানে দুই দলের মুখোমুখিতে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। ৭৫ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৪৭ ম্যাচ। হেরেছে ২৮টি। তবে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েই কিন্তু এগিয়ে। ২৮ ম্যাচে তাদের জয় ১৫টিতে। বাংলাদেশের ১৩টি। আট বছর আগে সবশেষ সফরে বাংলাদেশ সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে। ফলে এবার বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে তা বলাই যায়। 

ওয়ানডে সিরিজ শেষে একই ভেন্যুতে ২৩, ২৫ ও ২৭ জুলাই গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়