ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

মাঠে নেমে টেইলরের ‘দুইশ’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৬ জুলাই ২০২১   আপডেট: ১৪:৫২, ১৬ জুলাই ২০২১
মাঠে নেমে টেইলরের ‘দুইশ’

বয়সকে শুধুমাত্র সংখ্যা বানিয়ে ২২ গজে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন ব্রেন্ডন টেইলর। ২০০৪ সালে জিম্বাবুয়ে দলে তার অভিষেক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে টেইলর হয়ে উঠেন দলের ভরসা।

একটা সময় পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেই টেইলর আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে ছুঁলেন অন্যরকম এক মাইলফলক। ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলছেন জিম্বাবুয়ের এ কিংবদন্তি। পঞ্চম জিম্বাবুয়ের ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন টেইলর।

নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসের অনুপস্থিতিতে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ১৯৯ ওয়ানডেতে ৬৫৩০ রান করেন টেইলর। সর্বোচ্চ রান ১৪৫। নামের পাশে রয়েছে ১১ সেঞ্চুরি, ৩৯ হাফ সেঞ্চুরি।

জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার

গ্র্যান্ট ফ্লাওয়ার ২২১

অ্যান্ডি ফ্লাওয়ার ২১৩

এল্টন চিগুম্বুরা ২১০

হ্যামিল্টন মাসাকাদজা ২০৯

ব্রেন্ডন টেইলর ২০০*

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়