ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জিম্বাবুয়ে-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১৯ জুলাই ২০২১   আপডেট: ০৯:৪০, ২০ জুলাই ২০২১
জিম্বাবুয়ে-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন

জিম্বাবুয়ে ও বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এগিয়ে আনা হয়েছে তিনটি ম্যাচই। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন সূচি প্রকাশ করেছে।

আগামী ২৩ জুলাই শুরু হওয়ার কথা ছিল এই সিরিজের। কিন্তু তা হবে ২২ জুলাই থেকে। দ্বিতীয় ম্যাচ পরের দিনই, ২৩ জুলাই। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২৫ জুলাই। আগের সূচিতে ম্যাচ হওয়ার কথা ছিল ২৩, ২৫ ও ২৭ জুলাই। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় হবে, হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি নির্ধারিত সময়ে অর্থাৎ ২০ জুলাই হচ্ছে। এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ১৫৫ রানে জেতে তারা। সাকিব আল হাসানের বীরত্বে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের হারায় ৯ উইকেটে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ