ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক লেখালেখিতে বিরক্ত ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১ আগস্ট ২০২১   আপডেট: ১১:২৬, ২ আগস্ট ২০২১
বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক লেখালেখিতে বিরক্ত ডমিঙ্গো

বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর দাবি, গণমাধ্যমে জাতীয় টি-টোয়েন্টি দল নিয়ে যে লেখালেখি হয়, তা ঠিক নয়। বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো দল নয়, গণমাধ্যমের এমন দাবির সঙ্গে একদমই একমত নয় এই দক্ষিণ আফ্রিকান।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশ দশ নম্বরে। আইসিসির পূর্ণ সদস্যর দল হয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হয় বাছাই পর্ব পেরিয়ে। এবারের বিশ্বকাপেও তা-ই হবে। ১০২ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৬৬টি। জিতেছে মাত্র ৩৪টি। ৩২টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ৭টি, ড্র ৬টি। হেরেছে বাকি ১৯টি।

পরিসংখ্যান যেমন-তেমন হলেও নিজের দল নিয়ে ডমিঙ্গোর বড় আশা। শুধু বড় আশাই নয়, ক্রমাগত নেতিবাচক খবর প্রকাশ হচ্ছে বলেও দাবি তার। এজন্য গণমাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি খুবই বিরক্ত হই, যখন বাংলাদেশ দলকে নিয়ে ধারাবাহিকভাবে নেতিবাচক লেখা দেখতে পাই। আমি আসলে জানতে চাই, আমার অধীনে যে টি-টোয়েন্টি দলটি আছে, সেটা কেন ভালো নয়? আমি মনে করি আমরা ভালোমানের খেলোয়াড় পেয়েছি। সঙ্গে যোগ করতে চাই আমাদের আরও উন্নতি করতে হবে। ভালোমানের টি-টোয়েন্টি দল হতে হলে যেসব উপদান থাকা চাই সবগুলোই আমাদের রয়েছে।’

সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আমরা জানি, আমাদের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মতো শারীরিক সামর্থ্য নেই। কিন্তু আমাদের কৌশলগত খেলোয়াড় রয়েছে। গণমাধ্যমকর্মীদের কাছে আমার অনুরোধ, কিছুটা ইতিবাচক দিক নিয়ে লিখুন। নেতিবাচক বক্তব্য কখনো কখনো মনোবল নষ্ট করে। আমি একমত নই যে আমরা টি-টোয়েন্টিতে ভালো দল নই।’

ডমিঙ্গো এই সিরিজে ভালো কিছু পেতে আশাবাদী, ‘দলে সামর্থ্যবান খেলোয়াড় রয়েছে। তাদের পাশে থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখালে তারাও ভালো করবে। আমাদের ভালো করতে হবে একটি প্রক্রিয়ার ভেতরে। আমরা টি-টোয়েন্টি বেশি খেলিও না। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি ভালো ছিল না। কিন্তু জিম্বাবুয়েতে ভালো করেছি। আশা করছি এবং আত্মবিশ্বাস আছে, আমরা এ সিরিজ থেকে ভালো কিছু গ্রহণ করতে পারব।’

অস্ট্রেলিয়া সিরিজে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসের মতো প্রথম সারির ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে তরুণদের নিয়ে আশাবাদী ডমিঙ্গো। সৌম্য, নাঈম, শরিফুলরা দলকে জেতাচ্ছেন, অবদান রাখছেন- তাতে সন্তুষ্ট তিনি।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়