ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অলিম্পিক ফুটবলে ব্রাজিল-স্পেন ফাইনাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ৩ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৫৯, ৩ আগস্ট ২০২১
অলিম্পিক ফুটবলে ব্রাজিল-স্পেন ফাইনাল

আসেনসিওর গোলে ফাইনালে স্পেন

অলিম্পিক গেমসে পুরুষদের ফুটবলে স্বাগতিক জাপান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ফাইনালে উঠল স্পেন অনূর্ধ্ব-২৩ দল। মঙ্গলবার (৩ আগস্ট) দ্বিতীয় সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ১-০ তে জিতেছে স্প্যানিশরা।

আগামী ৭ আগস্ট ইয়োকোহামায় হতে যাওয়া ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ব্রাজিল। দিনের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে মেক্সিকোকে হারিয়ে অলিম্পিকে টানা তৃতীয় ফাইনালে ওঠে ব্রাজিলিয়ানরা।

আরো পড়ুন:

১৯৯২ সালে বার্সা অলিম্পিকে একমাত্র স্বর্ণ জিতেছিল স্পেন। ওইবারই ফুটবলের অভিষেক হয়েছিল। আর ২০০০ সালে সিডনিতে শেষ ফাইনাল খেলে স্প্যানিশরা, ক্যামেরুনের কাছে হেরে রুপা জেতে।

২১ বছর পর আবারো অলিম্পিকের ফাইনালে স্পেন। স্বাগতিকদের বিপক্ষে বেশ কষ্ট করে সেমিফাইনালের বাধা পেরোতে হলো তাদের। নির্ধারিত সময় গোলশূন্য থাকলে অতিরিক্ত সময়ে মার্কো আসেনসিওর একমাত্র গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

১১৫ মিনিটে মাইকেল ওয়ারজাবালের অ্যাসেস্ট বক্সের ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আসেনসিও। উদাম গায়ে বাড়াবাড়ি উদযাপন করায় হলুদ কার্ডও দেখেন তিনি।

জাপান স্পেনের বিপক্ষে একবারই গোলের সুযোগ পেয়েছিল। আর স্পেন ছয়বার লক্ষ্যে নেয় শট। তবে তাদের ৯০ মিনিট পর্যন্ত রুখে দিয়ে স্বাগতিকরা সোনার ম্যাচের স্বপ্ন দেখতে থাকে। শেষ পর্যন্ত ব্যর্থ তারা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়