ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি জার্ড মুলার আর নেই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১৫ আগস্ট ২০২১   আপডেট: ১৮:২৯, ১৫ আগস্ট ২০২১
জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি জার্ড মুলার আর নেই

জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি জার্ড মুলার আর নেই। রোববার সকালে ৭৫ বছর বয়সে জার্মানি ও বায়ার্ন মিউনিখ কিংবদন্তির মৃত্যু হয়। বায়ার্ন মিউনিখ অফিসিয়াল এক বিবৃতিতে জার্ড মুলারের মৃত্যুর খবর নিশ্চিত করে।

১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। যার মধ্যে বুলগেরিয়া এবং পেরুর বিপক্ষে ছিল পর পর দুটি হ্যাটট্রিক। চার বছর পর দলকে শিরোপা জেতাতে জয়সূচক গোলটিও এসেছিল তার পা ছুঁইয়ে। হল্যান্ডের বিপক্ষে ফাইনালে তার গোলেই জয় পেয়েছিল পশ্চিম জার্মানি। জাতীয় দলের ক্যারিয়ার খুব লম্বা নয়। পশ্চিম জার্মানির হয়ে ৬২টি ম্যাচ খেলে ৬৮ গোল করেছিলেন মুলার। 

আরো পড়ুন:

বায়ার্ন মিউনিখে ছিল তার উজ্জ্বল ক্যারিয়ার। বায়ার্ন মিউনিখের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছেন। যার ৩৬৫ গোল করেছেন বুন্দেসলিগায়। সাতবার লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি।

১৯৭২ সালে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ৬৫ গোলের রেকর্ড গড়েছিলেন। ৪০ বছর পর ২০১২ সালে লিওনেল মেসি সেই রেকর্ড ভাঙেন। মেসি করেছিলেন ৬৭ গোল। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটি অক্ষত ছিল ৩২ বছর। ২০০৬ সালে রোনালদো সেই রেকর্ডটি ভাঙেন।  

তাকে ডাকা হতো ‘ডার বোম্বার’ বা বোমারু নামে। মাঠে নেমে ‘গোল’ বর্ষণে প্রতিপক্ষকে বিধ্বস্ত করতেন বলেই এমন নাম দেওয়া হয়েছিল। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়