ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

‘অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন, আর হয়েও থাকবেন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২১
‘অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন, আর হয়েও থাকবেন’

কদিন আগে কিংবদন্তি আম্পায়ার নাদির শাহর মৃত্যু। এবার পরপারে পাড়ি জমালেন সবার প্রিয় জালাল আহমেদ চৌধুরী। ক্রিকেটই ছিল যার বেঁচে থাকার অবলম্বন। দেশের অনেক তারকা ক্রিকেটার তার হাত দিয়ে গড়া, তাদের মধ্যে আছেন মাশরাফি মুর্তজাও। জালাল আহমেদের মৃত্যুতে শোকাহত জাতীয় দলের সাবেক অধিনায়ক।

সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানান মাশরাফি। নাদির শাহের পর জালাল আহমেদের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি, ‘যাদের হাত ধরে ক্রিকেট জীবন শুরু করা, তাদের বিদায়গুলো এভাবে দেখা খুবই কঠিন।’

এরপর মাশরাফি ফিরে গেছেন অতীতে, ‘স্যার আপনার আন্ডারে খেলা, আপনার আদেশ, ড্রেসিংরুমে আপনার স্থির থাকা, আপনার লেখা এসব কিছুই এখন স্মৃতি হয়ে গেল।’

জালাল আহমেদ সারাজীবন সবার মনের কোণে থাকবেন বিশ্বাস দেশের অন্যতম সফল অধিনায়কের, ‘বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে, তারা আজীবন মনে রাখবে। অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন, আর হয়েও থাকবেন আপনি। ওপারে ভালো থাকবেন স্যার, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমিন।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়