ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কখন, কোন চ্যানেলে দেখবেন সাফে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:২৪, ১ অক্টোবর ২০২১
কখন, কোন চ্যানেলে দেখবেন সাফে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ?

শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ। পাঁচ দেশের এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালেতে ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। দেশের বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

২৩ জনের দল নিয়ে সাফের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যে মালদ্বীপে পা রেখেছে জামাল ভূঁইয়ারা। দক্ষিণ এশীয় প্রতিযোগিতা তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে হতাশার মধ্যে ডুবে আছে বাংলাদেশ। সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলে তারা, হেরে যায় ফিলিস্তিন (২-০) ও কিরগিজস্তানের (৪-১) কাছে। টানা সাত ম্যাচ তারা জয়েল দেখা পায়নি। এবার সেই দুর্দশা কাটানোর লক্ষ্য।

২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছিল। পরের বছর তারা খেলেছিল আরেকটি ফাইনাল। এরপর দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের পারফরম্যান্সের সূচক ধাপে ধাপে নিচে নামতে থাকে।

শেষ চারটি টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স স্রেফ হতাশার। বাদ পড়ে গ্রুপ পর্ব থেকেই।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ৪ অক্টোবর। তিন দিন পর মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ম্যাচ। আর লিগ পর্বে তারা শেষ ম্যাচ খেলবে ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে। এই পর্বে সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দুটি দল খেলবে ১৬ অক্টোবরের ফাইনালে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়