ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘চট্টগ্রামে বিপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগছে ওমানে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৯ অক্টোবর ২০২১  
‘চট্টগ্রামে বিপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগছে ওমানে’

মোহাম্মদ সাইফ উদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে যাতে কোনো কমতি না থাকে, সেজন্য আগেভাগে ওমানে তাঁবু গেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানকার পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাওয়ানোটাই হলো মূল উদ্দেশ্য। গতকাল শুক্রবার রাতে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে শিশিরের কবলে পড়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই শিশির সমস্যা উতরে গেছে বাংলাদেশ দল, এমনটাই জানিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।  

শনিবার (৯ অক্টোবর) রাতে গণমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় সাইফউদ্দিন বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে পাঁচ-ছয় ওভার যাওয়ার পর মাঠ ভেজা ছিল। কিছুটা কুয়াশা ছিল, যেটা চট্টগ্রামে বিপিএল খেলার সময় পেতাম, এখানে আশা করিনি। তারপরও মানিয়ে নিয়েছি। চট্টগ্রামে বিপিএল খেলেছি কুয়শার মধ্যে, ওই অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছি।’

ওমান ‘এ’ দলের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দারুণ প্রস্তুতি সেরেছে। আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০৭ রান তোলে, আর ওমানকে থামিয়ে দেয় ১৪৭ রানেই।  ব্যাটে-বলে দুর্দান্ত লড়াই করে জয় তুলে নিয়েছে ৬০ রানে।

৪ অক্টোবর রাতে ওমান পৌঁছে এক দিন কোয়ারেন্টাইনের পর অনুশীলন করে পুরো দল। তবে, রাতে অনুশীলনের সুযোগ ছিল না। ম্যাচ খেলতে নেমেই শিশিরের বিষয়টি উপলদ্ধি হয় দলের।  

সাইফউদ্দিন বলেন, ‘যেহেতু প্রথমবারের মতো ওমানে এসেছি, কন্ডিশনটা একটু অচেনা ছিল। তারপরও প্রথম তিন-চার দিন অনুশীলন করে কিছুটা মানিয়ে নিতে পেরেছি। যদিও আমরা দিনে অনুশীলন করেছি, রাতে তেমন সুযোগ ছিল না।’

স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়ের কারণ ব‌্যাখ‌্যা করতে গিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আমরা বড় টার্গেট দিতে পেরেছি ওমানকে, যার কারণে বোলারদের জন্য কাজটা সহজ ছিল। সবমিলিয়ে উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক ছিল। বিশেষত, সাত আট ওভার যাওয়ার পর কিছুটা ব্যাটিং সহায়ক উইকেট হয়ে যায়।’

এ ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন সাইফউদ্দিন। তিন ম্যাচের মধ্যে দুটিই রাতে  খেলতে হবে, জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য খুব উপকার হয়েছে। কারণ, কোয়ালিফায়ারে দুটি ম্যাচই রাতে। আমরা এখন থেকে আরও বেশি প্রস্তুতি নেবো।’

দলের আরেক পেসার শরিফুল ইসলাম যেখানে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন, সেখানে সাইফউদ্দিন মাত্র ১৬ রান দিয়েছেন। সঙ্গে নিয়েছেন ২ উইকেট।

নিজের বোলিং বিষয়ে এই অলরাউন্ডার বলেন, ‘আমি যদি প্রথম পাওয়ার প্লেতে বল করি, চেষ্টা থাকবে রান আটকানোর। স্লগে যদি আসি, আট-নয় রানের কমে ওভার করার লক্ষ‌্য থাকবে। এটা বাড়তি কোনো চাপ না। যখনই অধিনায়ক সুযোগ দেবে, সেটা পালন করাটাই সবার লক্ষ্য থাকবে।’

ঢাকা/রিয়াদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়