ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৮ ম্যাচ ‘ক্লিনশিট’ ও ২৭ গোল করে বিশ্বকাপে ডেনমার্ক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৩ অক্টোবর ২০২১  
৮ ম্যাচ ‘ক্লিনশিট’ ও ২৭ গোল করে বিশ্বকাপে ডেনমার্ক

আন্তর্জাতিক ফুটবলে সেরা সময় কাটছে ডেনমার্কের। ইউরোতে সেমিফাইনাল খেলে রূপকথা তৈরি করেছিল দলটি। এবার কাতারের টিকিট কেটে ফেলল আগেভাগে। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে ২০২২ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে ডেনিশরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে এই সাফল্য পায় ক্যাস্পার হুলমান্ডের দল।

জোয়াকিম মায়েহলে করেন একমাত্র গোল। তাতে ‘এফ’ গ্রুপে শতভাগ জয় পায় ডেনমার্ক এবং নিশ্চিতভাবে শীর্ষে থেকে বাছাই শেষ করবে। ৮ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট তাদের। ১৭ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে স্কটল্যান্ড। এখনো দুটি ম্যাচ হাতে রয়েছে।

ডেনমার্ক কতটা দাপট দেখিয়েছে, তার আরেকটি পরিসংখ্যান দেওয়া যাক। এই ৮ ম্যাচে একটিও গোল খায়নি তারা। বরং গোল করেছে ২৭টি, মানে গড়ে ম্যাচ প্রতি তিন গোলের বেশি।

আগের দিন সোমবার নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে জার্মানি। এই দুটি দল ছাড়া বিশ্বকাপের টিকিট কাটা অন্য দলটি স্বাগতিক কাতার।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়