ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৩৫ দিন পর বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৫ নভেম্বর ২০২১  
৩৩৫ দিন পর বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে বিশ্বকাপ

দুবাইয়ে বিশ্বকাপের পর্দা নামার পরপরই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়েছে। অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি ৩৩৫ দিন। আয়োজক অস্ট্রেলিয়া।

নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। পাঁচ ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দীর্ঘ অপেক্ষার পর পেয়েছে ছোট্ট সংস্করণের শ্রেষ্ঠত্বের মুকুট। নিজেদের মাটিতে পরের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই তারা মাঠে নামবে।

আরো পড়ুন:

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে প্রতিযোগিতার অষ্টম আসর। ষোলো দলের অংশগ্রহণে ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ফরম্যাট একই রকম। শুরুতে আট দলের প্রথম পর্বের টুর্নামেন্ট হবে। সেখান থেকে চারটি দল যাবে সুপার টুয়েলভে।

সুপার টুয়েলভে সরাসরি অংশগ্রহণ করতে পারবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং র‌্যাংকিংয়ের পরের ছয়টি দল। প্রথম পর্বে, এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করা বাকি চার দল খেলবে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে নাম লেখানো চার দলের সঙ্গে।

র‌্যাংকিংয়ে আটে থাকায় বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলবে। এছাড়া নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সরাসরি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলবে।

বিশ্বকাপে প্রথম আসরের পর বাংলাদেশ সবকটিতেই প্রথম বা বাছাই পর্ব খেলেছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে কিছুটা হলেও মান বাঁচল বাংলাদেশের।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়