ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উইন্ডিজ সিরিজেও পাকিস্তানের কোচ সাকলায়েন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:৪৭, ১ ডিসেম্বর ২০২১
উইন্ডিজ সিরিজেও পাকিস্তানের কোচ সাকলায়েন

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার দিন প্রধান কোচ মিসবাহ উল হক পদত্যাগ করেন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় লিজেন্ডারি স্পিনার সাকলায়েন মুশতাককে। বিশ্বমঞ্চে তার অধীনে বেশ ভালোই করেছে দল। এছাড়া বাংলাদেশের মাটিতে প্রতিটি টি-টোয়েন্টি জয়ের পর টেস্ট সিরিজেও শুভ সূচনা হয়েছে। দেশের মাটিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার ওপর ভরসা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এক সপ্তাহের মধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান যাবে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ দিন থাকবে তারা সেখানে। পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজগুলোতে জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে থেকে যাবেন সাকলায়েন।’

আসন্ন সিরিজটির জন্য বোলিং ও ব্যাটিং কোচের ব্যাপারেও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি, ‘কয়েক দিনের মধ্যে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। একটা ব্যাপার নিশ্চিত যে সাকলায়েন থাকছেন।’

স্থানীয় গণমাধ্যম দ্য নিউজ জানায়, পাকিস্তান সুপার লিগ চলাকালে স্থায়ী প্রধান কোচ নিয়োগ দিতে পারে পিসিবি, খুব সম্ভবত ফেব্রুয়ারিতে। কারণ পরের মাসে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের কথা। তার আগেই দীর্ঘমেয়াদে কারো হাতে দায়িত্ব তুলে দেওয়া হতে পারে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়