ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উৎসবে মেতেছেন রোনালদোরা, বাবার প্রতি গেইলের ভালোবাসা 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৭:০৪, ২৫ ডিসেম্বর ২০২১
উৎসবে মেতেছেন রোনালদোরা, বাবার প্রতি গেইলের ভালোবাসা 

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন আজ শনিবার (২৫ ডিসেম্বর)। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন বলেই তার অনুসারী খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন। 

সারা বিশ্বে নানাভাবে বড়দিন উদযাপন করে থাকেন খ্রিষ্ট ধর্মের মানুষরা। বাদ যান না ফুটবল-ক্রিকেটের বড় তারকারাও। পরিবার নিয়ে নানাভেব এই দিন উদযাপন করে থাকেন তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

আরো পড়ুন:

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো হতে শুরু করে লুইস সুয়ারেজ কেউই বাদ নেই, উদযাপন থেকে। আর এই উদযাপনের ছবি সামাজিকমাধ্যমগুলোতে অনুসারীদের জন্য প্রকাশও করেছেন তারা। 

লাল রঙের জামা পরে স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি ছবি প্রকাশ করেন রোনালদো। সিঁড়িতে বসা এই ছবিতে সবাই বিজয় চিহ্ন দেখাচ্ছেন। 

ক্যাপশনে রোনালদো লেখেন, ‘অন্তরের অন্তঃস্থল থেকে আমি সকলকে বড় দিনের আশীর্বাদ জানাচ্ছি।‘  

স্ত্রীর সঙ্গে একটি ছবি দিয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি লেখেন, 'মেসি পরিবারের পক্ষ থেকে সবাইকে বড় দিনের শুভেচ্ছা।' 

স্ত্রী সন্তানদের নিয়ে একটি ছবি দিয়ে লুইস সুয়ারেজ লেখেন, 'আমরা আপনাদের সকলকে জানাই বড় দিনের শুভেচ্ছা।'

বায়ার্ন মিউনিখের পোলিশ সুপারস্টার রবার্ট লেভানডোভস্কি লেখেন, ‘ছুটির দিন সুখের হোক।  সকলে তার পরিবারের সঙ্গে আগত দিনগুলো যাতে ভালোবাসার ও হাসিখুশিভাবে কাটাতে পারে এই আশীর্বাদ করছি। বড় দিনের শুভেচ্ছা।‘

ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা তার পরিবার নিয়ে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আপনাদের সবাইকে বড় দিনের শুভেচ্ছা।‘

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ লেখেন, ‘ফার্নানেদজ পরিবার তোমাদের সকলকে বড় দিনের শুভেচ্ছা জানাচ্ছে।’  

শুধু ফুটবলার নয়, ক্রিকেটাররাও আছেন এ তালিকায়। ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল এমনিতেই আমুদে ক্রিকেটার। তিনি উদযাপন করবেন না তা কি হয়? বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে একটি ছবি দিয়ে গেইল লেখেন, ‘বড় দিনের শুভেচ্ছা। বাবা তোমাকে ভালোবাসি।‘

চলছে ক্রিকেট বিশ্বের অন্যতম লড়াই অ্যাশেজ সিরিজ। তাই বলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা আনন্দ-উদযাপন করবেন না তা কি হয়?  বক্সিং ডে টেস্টের আগের দিন দুই দলের ক্রিকেটাররা কাটিয়েছেন দারুণভাবে। এই তালিকায় আছেন ডেবিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ হতে শুরু করে মার্ক উডরা। 

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়