ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পারিশ্রমিক নিয়ে নাসুমের অভিযোগ প্রত্যাখ্যান চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১০ এপ্রিল ২০২২   আপডেট: ১৭:৩৯, ১০ এপ্রিল ২০২২
পারিশ্রমিক নিয়ে নাসুমের অভিযোগ প্রত্যাখ্যান চট্টগ্রামের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক যেন শেষ হওয়ার নয়। টুর্নামেন্ট শেষ হয়ে যায়, তবু তর্ক-বিতর্ক থেকেই যায়। বিপিএল শেষ হয়েছে মাস দুয়েক হয়ে গেল, তবুও আবার আলোচনায় এসেছে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগের কারণে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলা স্পিনার নাসুম আহমেদ জানিয়েছেন তাকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ কথামতো পারিশ্রমিক দেওয়া হয়নি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বলছে দাবিটি মিথ্যা, তারা শতভাগ টাকা পরিশোধ করে দিয়েছে। এ ব্যাপারে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) সব ডকুমেন্টস দিয়েছে। ক্রিকেট বোর্ডও বলছে, তারা নাসুমের পারিশ্রমিক না পাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পায়নি।

এবারের বিপিএলে ড্রাফটের আগেই নাসুমকে সরাসরি দলে নেয় চট্টগ্রাম। দুই পক্ষের মাঝে যে সুসম্পর্ক ছিল সেটা বোঝা গিয়েছিল তখনই। পরপর দুই আসর চট্টগ্রামে খেলেছেন নাসুম। এবারো তাকে দলে নিয়ে খুশি ছিল ফ্র্যাঞ্চাইজিটি।

এক বিবৃতিতে চট্টগ্রাম জানিয়েছিল, ‘আনকোড়া নাসুম আহমেদকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই সর্বশেষ বিপিএলে দলে নিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসলেন, দেখলেন আর জয় করলেন, বাকি গল্পটা এরকম। চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলেই সোজা জাতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটের অপরিহার্য এই বাঁহাতি স্পিনারের ওপরই সবার আগে আমাদের আস্থা। নতুন আসরের জন্য আমরা নাসুমকেই বেছে নিয়েছি ডিরেক্ট সাইনিংয়ে।’

কিন্তু এখনকার গল্পটা অন্যরকম। রোববার (১০ এপ্রিল) মুঠোফোনে রাইজিংবিডিকে নাসুম বলেন, ‘চট্টগ্রাম আমাকে দেওয়া কমিটমেন্ট রাখেনি। কী আর বলব! আমি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু উনারা আমার ফোনই ধরছেন না। এর বেশি এখন আমি আর বলতে পারব না।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একজন পদস্থ কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, ‘আমরা নাসুমের পেমেন্ট শতভাগ ক্লিয়ার করেছি। কোনো টাকাই বাকি নেই। আমরা যে টাকা দিয়েছি সে প্রমাণ বিসিবিকেও দিয়েছি। আপনারা চাইলে বিসিবি থেকে জানতে পারেন।’

নাসুমের সঙ্গে কথা নিয়ে তিনি বলেন, ‘বিপিএল শেষের পর থেকে আমরা এদিক সেদিক থেকে নানা কথা শুনছি। এখনো বলে যাচ্ছে। আমরা আমাদের কাজ করে দিয়েছি। এখন সে যদি ইফতারের সময় ফোন দেয় কীভাবে ধরব? তবে কথা হয়। সে আমাদের টিমের সবাইকেই ফোন দেয়। এখন সে যেহেতু অভিযোগ করেছে আমরা সে সবের প্রমাণ দেব।’

রাইজিংবিডির সঙ্গে বোর্ডের একজন কর্মকর্তারও কথা হয় এ বিষয়ে। বিপিএলের সমন্বয়ক সাইফুল মানব মুঠোফোনে বলেন, ‘আমাদের কাছে নাসুম কোনো অভিযোগ দেয়নি। কোনো চিঠিও আসেনি। ড্রাফট থেকে নেওয়া কোনো ক্রিকেটারের পেমেন্ট নিয়ে ঝামেলা হয়নি। তবে সরাসরি চুক্তি করা ক্রিকেটারদের পারিশ্রমিকে বোর্ডের কোনো হাত নেই। তবুও কেউ না পেলে অভিযোগ করার কথা। নাসুম থেকে আমরা সেটা পাইনি।’

নাসুম ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে। সে অনুযায়ী পারিশ্রমিক ৩৫ লাখ টাকা। তবে সরাসরি চুক্তি হওয়ায় এ ক্ষেত্রে টাকার অঙ্ক বাড়তে পারে।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়