ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

জার্মান দর্শকে প্লাবিত ন্যু ক্যাম্প, কারণ খুঁজছে হতবাক বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ১৫ এপ্রিল ২০২২   আপডেট: ০৯:৪৬, ১৫ এপ্রিল ২০২২
জার্মান দর্শকে প্লাবিত ন্যু ক্যাম্প, কারণ খুঁজছে হতবাক বার্সেলোনা

নিজেদের মাঠে খেলা বার্সেলোনার, ঘরের দর্শকরাই থাকবে বেশি। কিন্তু কিউলসদের ছাপিয়ে ন্যু ক্যাম্প প্লাবিত হলো সাদা জার্সিতে আসা জার্মান দর্শকে। ঘরের দর্শকদের দিয়ে প্রতিপক্ষ আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্টকে ‘প্রেসার কুকারের’ মধ্যে রাখতে চাওয়া বার্সা নিজেরাই চাপে পিষ্ট। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে পিছিয়ে থেকে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বিদায় নিলো তারা।  

ন্যু ক্যাম্পে ঢুকেছিল অন্তত ২০ হাজার জার্মান দর্শক। কিছু সূত্রে জানা গেছে, প্রায় ৩০ হাজার ফ্রাঙ্কফুর্ট দর্শক স্টেডিয়ামের ভেতরে খেলা দেখতে ঢুকেছিল। অথচ আনুষ্ঠানিকভাবে তাদের জন্য বরাদ্দ ছিল ৫ হাজার টিকিট।  

বার্সার মাঠে এদিন উপস্থিত ছিল ৭৯৪৬৮ দর্শক। কিন্তু যেদিকে চোখ যায়, কেবল সাদা জার্সিই দেখা গেছে। আর ম্যাচ শেষের বাঁশি বাজার পর তাদের ক্লাবের সঙ্গে উৎসব করতে দেখা গেছে। প্রতিপক্ষের মাঠে কী করে এত দর্শক ঢোকার সুযোগ পেল সেই প্রশ্ন তুলেছেন বার্সার খেলোয়াড়রা। কোচ জাভি হার্নান্দেজ বললেন, এ বিষয়টি খতিয়ে দেখবে ক্লাব।

বার্সা খেলোয়াড় রোনাল্ড আরাউজো বলেছেন, ‘স্টেডিয়ামে এত বেশি জার্মান ভক্তদের দেখে আমি বিস্মিত। ক্লাবকে এই বিষয়টি খতিয়ে দেখতে হবে।’

শুধু স্টেডিয়ামেই নয়, খেলা শুরুর আগেই বার্সার রাস্তায় একসঙ্গে হেঁটে স্টেডিয়ামের দিকে যেতে দেখা যায় ৩০ হাজার দর্শককে। মাঠের পরিবেশ যে বার্সার পক্ষে ছিল না, ৩-২ গোলে হারের পর স্বীকার করলেন জাভি, ‘পরিবেশ আমাদের একদমই সহায়ক ছিল না, এটা স্পষ্ট। এটা আমাদের ওপর প্রভাব ফেলেছে এবং আমরা ভালোভাবে খেলতে পারিনি। কিন্তু এটা অজুহাত হতে পারে না, আমাদে ফ্রাঙ্কফুর্টকেও অভিনন্দন জানাতে হবে। তারা আমাদের চেয়ে এগিয়ে ছিল।’

জাভি আরো বলেন, ‘আমরা ৭০ থেকে ৮০ হাজার কিউলসকে মাঠে প্রত্যাশা করেছিলাম। কিন্তু তা ছিল না। এটা হতাশার। এমনকি আমাদের খেলোয়াড়রাও এটা নিয়ে মন্তব্য করেছে। ড্রেসিংরুম জানতে চায় কী ঘটেছে। আমরাও ব্যাখ্যা চাই। যখন আপনি ঘরে খেলেন, তখন তো এমন কিছু হতে পারে না। পরিকল্পনা ও হিসাবনিকাশে ভুল এটি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়