ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাটলারের সেঞ্চুরিতে রাজস্থানের রানপাহাড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১৮ এপ্রিল ২০২২   আপডেট: ২২:০৮, ১৮ এপ্রিল ২০২২
বাটলারের সেঞ্চুরিতে রাজস্থানের রানপাহাড়

গুজরাট টাইটান্সের কাছে হারের পর জয়ের খোঁজে রাজস্থান রয়্যাালসকে ভালো সংগ্রহ এনে দিলেন জস বাটলার। সোমবার ইংলিশ ওপেনারের সেঞ্চুরিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫ উইকেটে ২১৭ রান করেছে দলটি।

মুম্বাইয়ের ব্রাবোর্নে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন বাটলার। ওপেনিংয়ে তিনি ৯৭ রানের জুটি গড়েন দেবদূত পাডিক্কালের সঙ্গে। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬০ রান তোলেন তারা।

পাডিক্কাল ২৪ রানে বিদায় নিলেও রানের গতি ধরে রাখেন বাটলার, সঙ্গী অধিনায়ক সাঞ্জু স্যামসন। ৬৭ রানের জুটি গড়েন তারা। ১৯ বলে ৩৮ রান করে অধিনায়কের বিদায়ের পরের ওভারে প্যাট কামিন্সকে ৬ মেরে ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার। এটি এই আসরে ইংলিশ ওপেনারের দ্বিতীয় সেঞ্চুরি। ‍মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১০০ রান।

অবশ্য শতক উদযাপনের তিন বল পর বরুণ চক্রবর্ত্তীকে ক্যাচ দেন বাটলার। ৬১ বলে ৯ চার ও ৫ ছয়ে করেন ১০৩ রান।

শেষ দিকে শিমরন হেটমায়ারের ১৩ বলে ২৬ রানে দলীয় স্কোর দুইশ পার হয়।

কলকাতার হয়ে ১৫০তম ম্যাচ খেলতে নামা সুনীল নারিন সর্বোচ্চ দুটি উইকেট নেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়