ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রিয়ালের জয়ে মেসি, ‘তামাশা বন্ধ করো, সত্যি হতেই পারে না’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৫ মে ২০২২   আপডেট: ১৭:১২, ৫ মে ২০২২
রিয়ালের জয়ে মেসি, ‘তামাশা বন্ধ করো, সত্যি হতেই পারে না’

রিয়াল মাদ্রিদের অকল্পনীয় প্রত্যাবর্তন নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতে ৫-৪ অগ্রগামিতায় ফাইনালে তারা। এই জয় অন্যদের মতো হতবাক করেছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকেও।

একসময় বার্সেলোনার জার্সিতে রিয়ালকে নাকানিচুবানি খাওয়াতে ভূমিকা রাখতেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর জয়ী এবার নতুন ক্লাব পিএসজির জার্সিতে রিয়ালের মুখোমুখি হয়েও নিজের ছায়া হয়ে ছিলেন। শেষ ষোলোতে প্রথম লেগে ১-০ গোলে জিতেও বার্নাব্যুতে পরের লেগে ৩-১ গোলে হেরে বিদায় নেয় মেসি ও তার দল।

ওই প্রত্যাবর্তন ওতটা অবাক না করলেও ম্যানসিটির বিপক্ষে রিয়ালের সাফল্য বিশ্বাস করতে পারছিলেন না মেসি। তার সতীর্থ ও বন্ধু সার্জিও আগুয়েরো এই গোপন তথ্য ফাঁস করেছেন।

৭৩ মিনিটে রিয়াদ মাহরেজ ম্যানসিটিকে এগিয়ে দেন। ফাইনালে ওঠা তাদের জন্য ছিল তখন সময়ের ব্যাপার। কিন্তু ৯০ ও ৯১ মিনিটে রদ্রিগোর গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে করিম বেনজেমা করেন গোল। ম্যানসিটির সাবেক স্ট্রাইকার আগুয়েরো প্রকাশ করেন, রিয়ালের ফাইনালে ওঠার প্রতিক্রিয়ায় তাকে মেসি মেসেজ পাঠান, ‘তামাশা বন্ধ করো, সত্যি হতে পারে না এটা।’

মেসির সাবেক আরেক সতীর্থ কার্লোস তেভেজও অবিশ্বাসী প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনিও হতভম্ব। শেষ ষোলোতে পিএসজি এবং কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয় টেনে তেভেজ বলেছে, ‘এটা পাগলামি, আপনি এরকম আরেকটা ম্যাচ জিততে পারেন না।’

ইএসপিএন’র সঙ্গে ধারাভাষ্যে থাকা আগুয়েরো মাচ শুরুর আগে বলেন, ‘আমি বলতে চাই যে আমি সত্যিই নার্ভাস। আমি জানি না কেন। আমি চাই সিটি উতরে যাক এই বাধা, আমি জানি না পেপ কী করবে। আমি ধারণা করছি সে সারা রাত ঘুমায়নি, আমি চিনি তাকে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়