ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে কোচিং করাবেন আফতাব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৪ মে ২০২২   আপডেট: ১৫:৫৯, ১৪ মে ২০২২
দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে কোচিং করাবেন আফতাব

দেশের গণ্ডি পেরিয়ে আফতাব আহমেদ এবার কোচিং করাবেন যুক্তরাষ্ট্রে। রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছেন আফতাব আহমেদ। শনিবার (১৪ মে) মুঠোফোনে আফতাব জানান মোখিক আলোচনা চলছে। চূড়ান্ত চুক্তি এখনো হয়নি,  ‘আলোচনা চলছে। তবে এখনো চুক্তি হয়নি। আশা করি কয়েকদিনের মধ্যে সেটা সম্পূর্ণ হবে। যেহেতু এখনো পাকাপাকি হয়নি, সেহেতু ক্লাবের নাম এখনি বলতে চাচ্ছি না।’

তবে জানা গেছে, আমেরিকার ঘরোয়া ক্লাব আটলান্টা ফায়ার আফতাবকে কোচ হিসেবে পেতে চায়। ক্লাবটির মালিকানায় রয়েছে বাংলাদেশি এক ব্যবসায়ী।

জুন থেকে সেপ্টেম্বর মৌসুমে যুক্তরাষ্ট্রে কোচিং করাবেন সাবেক এই ক্রিকেটার। এ সময় বাংলাদেশে বর্ষার জন্য ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকে। এটিই কাজে লাগাচ্ছেন ক্রিকেটার থেকে কোচ হওয়া আফতাব। আপাতত একটি মৌসুম কাজ করবেন। এরপর দুই পক্ষের সন্তুষ্টির উপর নির্ভর করবে ভবিষ্যৎ।

এটিকে বড় পাওয়া মনে করছেন আফতাব, ‘এটা আমার জন্য বড় পাওয়া হবে। সেখানে অনেক বড় মাপের ক্রিকেটাররা খেলেন। আইপিএলেরও অনেক ক্রিকেটার আছেন। আসলে শেখার তো কোনো শেষ নেই। আমি সেখান থেকে শিখতে চাইবো। নিজে যেটুকু জানি সেটা তাদের সঙ্গে ভাগাভাগি করবো। এর বাইরে এখন যা করি তা চলবে। তবে সব পরিস্থিতির ওপর নির্ভরশীল।’

সুযোগ পেলে বাংলাদেশি কয়েকজন ক্রিকেটারকে সেখানে নেওয়ার ইচ্ছার কথা জানালেন চট্টগ্রাম বিভাগী দলে কোচ হিসেবে দায়িত্ব পালন করা আফতাব,‘ কেউ যদি যেতে আগ্রহী হয়, আবার আমারও যদি সুযোগ থাকে ওই ক্লাবে নেওয়ার, সেক্ষেত্রে আমি সেটা করব। এ ছাড়া ওই চার মাস তো আমাদের এখানে অফ সিজন। এখানে বসে থাকার চেয়ে ওখানে গিয়ে খেলতে পারলে ওদের জন্যও খুব ভালো হবে।’

রিয়াদ/আমিনুল/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়