ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

শ্রীলঙ্কা বিপজ্জনক দল: ফিঞ্চ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ৪ জুন ২০২২   আপডেট: ১৪:১৮, ৪ জুন ২০২২
শ্রীলঙ্কা বিপজ্জনক দল: ফিঞ্চ

তিন ম্যাচ টি-টোয়েন্টি, পাঁচ ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে অস্ট্রেলিয়া দল। বৃহস্পতিবার থেকে শুরু হবে পূর্ণাঙ্গ এই সিরিজ। তার আগে অস্ট্রেলিয়া দলের সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক অ্যারোন ফিঞ্চ জানিয়েছেন শ্রীলঙ্কা বিপজ্জনক দল।

ফিঞ্চ বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের কয়েকটি বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সিরিজ হয়েছে। আপনি যদি তাদের বর্তমান টপ অর্ডারের দিকে তাকান তাহলে দেখবেন কুশাল আছে, যে নিজের দিনে যেকোনো দলকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। বিশেষ করে বলতে হবে ওয়ানিন্দু হাসারাঙ্গার কথা, যে গেল কয়েক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফর্ম করছে।’

শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কার দর্শকদের প্রশংসা করে তিনি বলেন, ‘সফর করার জন্য শ্রীলঙ্কা খুবই সুন্দর একটি জায়গা। এখানে তারা যে পরিমাণ আতিথেয়তা দেয়, যে পরিমাণ বন্ধু ভাবাপন্ন আচরণ করে সেটা অবিশ্বাস্য। তাছাড়া ক্রিকেটের প্রতি এখানকার মানুষের ভালোবাসাও অবিশ্বাস্য।’

মঙ্গলবারের পর ০৮ ও ১১ জুন টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ জুন থেকে। চলবে ২৪ জুন পর্যন্ত। ২৯ জুন গলে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৮ জুলাই একই ভেন্যুতে হবে দ্বিতীয় টেস্ট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়