ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

সবাইকে ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ সাকিবের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৭, ১৬ জুন ২০২২   আপডেট: ১১:৩৭, ১৬ জুন ২০২২
সবাইকে ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ সাকিবের

প্রকৃতির অপার সৌন্দর্য্যের লীলাভূমি ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রগুলো। ১৩ দ্বীপরাষ্ট্র মিলিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। বিধাতা যেখানে সব সৌন্দর্য্য নিজ হাতে সাজিয়ে দিয়েছেন। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, ‘প্রকৃতির কাছে গেলে মন ভালো হয়ে যায়, প্রকৃতি সুন্দর হলে মনও সুন্দর হয়ে যায়।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান যেন প্রকৃতির সেই সৌন্দর্যের প্রেমেই পড়েছেন। ক্রিকেটার হওয়ার সুবাদে আজ এই দেশ তো কাল ওই দেশ সাকিবের ঠিকানা। সাত সমুদ্র পেরিয়ে আমেরিকা তার স্থায়ী আবাস। স্ত্রীসহ তিন সন্তান রয়েছে সেখানেই।

কিন্তু ক্যারিবিয় দ্বীপপুঞ্জও সাকিবের হৃদয়ে জায়গা করে নিয়েছে তা বোঝা গেল তার কণ্ঠে, ‘ক্যারিবিয়ান আমার হৃদয়ের খুব কাছে। প্রথম এসেছিলাম ২০০৭ বিশ্বকাপে। সে স্মৃতি সবসময়ই ‘চেরিশ’ করি আমি। তখন থেকেই আমার হৃদয়ের খুব কাছে এটি। এখানকার মানুষ, আমি এ জায়গা ভালোবাসি অনেক। এখানে আসতে ভালোবাসি। বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজ আসে তখন কখনোই মিস করতে চাই না। আমি এর অংশ হতে চাই।’

শহরের চারপাশের নীল জলরাশি, নির্ঝঞ্ঝাট জীবন, আমুদে পরিবেশ, পরিচ্ছন্ন প্রকৃতি আর উৎসবে মেতে থাকা মানুষগুলো এই শহরগুলোর প্রেমে পড়তে বাধ্য করে। সাকিবের ক্ষেত্রেও তাই হয়েছে। তাইতো ২০১৮ সালে পরিবার নিয়েই গিয়েছিলেন সফরে। তবে এ সফরে তার সঙ্গে স্ত্রী-সন্তানরা নেই।

তৃতীয়বারের মতো অধিনায়ক হওয়া সাকিবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে। অ্যান্টিগায় দুই দলের প্রথম টেস্ট শুরু হবে। মাঠে নামার আগে সাকিব বেশ আত্মবিশ্বাসী সুরে বলেছেন, ‘আমাদের দলের সবাই কঠোর পরিশ্রম করেছে। আগামীকালের ম্যাচ খেলতে সবাই রোমাঞ্চিত।’

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে বল হাতে ৯ উইকেট এবং ব্যাট হাতে ৮৪ রান করেছেন সাকিব। নিজের পারফরম্যান্স নিয়ে বাঁহাতি অলরাউন্ড খুব একটা চিন্তিত নন। তার পুরো মনোযোগ দলীয় পারফরম্যান্সে, ‘ফিটনেস অনুযায়ী আমি ভালো অবস্থানে আছি। ফর্মের দিক দিয়ে চিন্তা করছি না। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ম্যাচ গেছে আমার। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি খুব একটা ভাবছি না। দলীয় পারফরম্যান্স নিয়েই ভাবছি।’

‘টেস্টে সাম্প্রতিক সময়ে ভালো খেলিনি। এখন সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার। আমরা আসলেই ভালো করতে পারি। সেখান থেকে সামনে যেতে পারি। এ ম্যাচে ভালো করতে পারলে সিরিজের জন্য ভালো শুরু হবে।’ –যোগ করেন সাকিব।

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ