ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘চুক্তি বাতিল না করলে ক্রিকেটের সঙ্গে সাকিবের সম্পর্ক থাকবে না’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১১ আগস্ট ২০২২   আপডেট: ১৬:৫১, ১১ আগস্ট ২০২২

বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপ থেকে বাদ তো পড়বেনই, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেও সাকিব আল হাসানের কোনও সম্পর্ক থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার গণমাধ্যমে এ কথা বলেছেন তিনি। 

বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। সাকিবকে এই বার্তা দিয়ে চুক্তি বাতিল করতে বলেছে বিসিবি। তাকে জানানো হয়েছে, বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে।

বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিবের যে বিষয়টি… এখানে দ্বিতীয় চিন্তা করার কোনও সুযোগ নেই। বিসিবির অবস্থান প্রথম থেকে যা ছিল, এখনও তাই। যখন বিসিবিতে আমি প্রথম আসি, তখনই বলেছি এসব (বেটিং, গ্যাম্বলিং) নিয়ে একদম জিরো টলারেন্স। বিসিবি কোনোভাবেই এগুলোকে গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা করুক বা না করুক। এটা (চুক্তি) থাকার কোনও সুযোগই নেই। তখন আশরাফুলের মতো ক্রিকেটারকেও আমাদের বাদ দিতে হয়েছে। কাজেই এখানে থাকার কোনও সুযোগ নেই। এখন পুরোটাই তার সিদ্ধান্ত।’

বোর্ড সভাপতির কড়া বার্তা, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবে না, যার কোনো বেটিংয়ের সঙ্গে সম্পৃক্ততা আছে। এরকম কারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকার প্রশ্ন আসে না। কোনোভাবেই সম্পৃক্ততা থাকা যাবে না। সম্পূর্ণভাবে ওখান থেকে বেরিয়ে আসতে হবে।’

সাকিব এখন টেস্ট অধিনায়ক। তার টেস্ট অধিনায়কত্বও কেড়ে নেওয়া হবে এমন ঘোষণাও দিয়ে রেখেছেন বিসিবি সভাপতি, ‘ও (সাকিব) আমাদের দলেই থাকবে না। অধিনায়কত্ব তো পরের বিষয়। দলে থাকার কিছু নেই। এ ব্যাপারে আলোচনার কোনও সুযোগই নেই। এই সিদ্ধান্ত আগের থেকে নেওয়া এবং আমরা খুব পরিষ্কার নিজেদের সিদ্ধান্তে।’

বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘আমরা একটা চিঠি দিয়েছি। সেটার উত্তর আজকের মধ্যে পাওয়ার কথা। কালকের মধ্যেই দেওয়ার কথা ছিল। শুনেছি সে আজকের মধ্যে দেবে বলেছে। অপেক্ষা করি এরপর সিদ্ধান্ত নেব, ও থাকবে কী থাকবে না।’

 

পড়ুন: সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিসিবির রুদ্ধদ্বার বৈঠক 

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়