ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউএস ওপেনে ইতিহাস গড়া রাদুকানুর শুরুতেই বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ৩১ আগস্ট ২০২২  
ইউএস ওপেনে ইতিহাস গড়া রাদুকানুর শুরুতেই বিদায়

ইউএস ওপেন শিরোপা ধরে রাখার মিশনে প্রথম বাধাই পেরোতে পারলেন না এমা রাদুকানু। ফ্রান্সের এলিজে কর্নেটের কাছে সরাসরি সেটে হেরে গেছেন তিনি।

গত বছর টিনএজ কোয়ালিফায়ার হিসেবে ইউএস ওপেন জিতে বিশ্বকে চমকে দেন ১৯ বছর বয়সী রাদুকানু। যে ফ্লাশিং মিডোসে ইতিহাস গড়েছিলেন, সেখানে তার ফেরাটা মনে রাখার মতো হলো না।

আরো পড়ুন:

ব্রিটিশ নাম্বার ওয়ান শুরু থেকে শেষ পর্যন্ত লাপাত্তা হয়ে ছিলেন অভিজ্ঞ কর্নেটের কাছে, নিউ ইয়র্কে হেরেছেন ৬-৩, ৬-৩ গেমে। ১১তম বাছাই হিসেবে রাদুকানু র‌্যাংকিংয়েও নিচে নেমে যাবেন।

২০১৯ সালে চতুর্থ ইউএস ওপেন জেতা রাফায়েল নাদাল দুই বছর পর অল ইংল্যান্ড ক্লাবে ফিরেছেন রাজার বেশে। অবশ্য অস্ট্রেলিয়ান খেলোয়াড় রিঙ্কি হিজিকাতার কাছে শুরুতে ধাক্কা খান রেকর্ড ২২ গ্র্যান্ড স্লাম জয়ী। শেষ পর্যন্ত ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৩ গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ দ্বিতীয় বাছাই। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ফ্যাবিও ফগনিনি। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়