ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

রোনালদোর এই গোল দরকার ছিল: টেন হ্যাগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২২  
রোনালদোর এই গোল দরকার ছিল: টেন হ্যাগ

চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার আক্ষেপে যেন এলোমেলো হয়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মন বসছিল না ম্যানচেস্টার ইউনাইটেডে, ক্লাব ছাড়তে পারলেই যেন বাঁচেন। দলবদলের বাজার বন্ধ হয়ে গেছে, কিন্তু যেতে পারেননি কোথাও। সম্ভবত মনের অস্থিরতাও কমে গেছে, পেলেন চলতি মৌসুমে প্রথম গোলের দেখা।

এই মৌসুমে আট ম্যাচ খেলে প্রথম গোল করলেন রোনালদো। ইউরোপা লিগেও প্রথমবার গোলদাতার খাতায় নাম লিখলেন চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা গোলদাতা। মলদোভান ক্লাব শেরিফ টিরাস্পোলের জালে বল জড়ান তিনি পেনাল্টি থেকে। তারপরও এই গোল রোনালদোকে উজ্জীবিত করেছে বিশ্বাস কোচ এরিক টেন হ্যাগের।

৩৭ বছর বয়সী ফরোয়ার্ডের ৬৯৯তম ক্লাব গোলের পর ম্যানইউ কোচ বললেন, ‘রোনালদোর এই গোলটি দরকার ছিল। অনেকবার খুব কাছে গিয়েছিল, কিন্তু সে তীব্রভাবে সেটা চাইছিল। আমরা তার জন্য খুশি এবং দলও তাকে একটি গোল এনে দিতে চেয়েছিল। আমরা জানতাম, পেনাল্টি থেকে সে গোল করবে।’

টেন হ্যাগের বিশ্বাস, ক্লাবকে এখনও দেওয়ার অনেক কিছু আছে রোনালদোর। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনার প্রতি সে পুরোপুরি দায়বদ্ধ, ক্লাবের প্রতি তার নিবেদনও দারুণ। একেবারে সম্পৃক্ত। যোগাযোগও আস্তে আস্তে বাড়ছে। আমি তাতে খুশি।’

ফিটনেস বাড়লে রোনালদো আরও গোল করবেন মনে করেন টেন হ্যাগ, ‘উপযুক্ত ফিটনেস পেতে তাকে আরও খাটতে হবে এবং কাজ করতে হবে। সে আরও বেশি গোল করবে। সে খুব কাছে, যখন আরও ফিটনেস পাবে, তখন আরও গোল করবে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়