ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফুটবলকে ‘আরেক ধাপ’ এগিয়ে নিতে মুর্শেদীর জায়গায় সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২২  
ফুটবলকে ‘আরেক ধাপ’ এগিয়ে নিতে মুর্শেদীর জায়গায় সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির প্রধান হিসেবে এক যুগেরও বেশি সময় দায়িত্বে ছিলেন সালাম মুর্শেদী। বাফুফের সিনিয়য় সহ-সভাপতির এই জায়গা নিলেন সভাপতি কাজী সালাউদ্দিন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) লিগ কমিটির বৈঠক শেষে বাফুফে ভবনে এই ঘোষণা দেন সালাউদ্দিন নিজেই। তিনি বলেন, ‘এবার আমি এর দায়িত্ব নিয়েছি। কারণ, আমি মনে করি এখন আমাদের নিজেদেরকে আরেক ধাপ এগিয়ে নেয়ার সময় এসেছে।’

এ সময় সদ্য বিদায়ী প্রধান মুর্শেদীকে ধন্যবাদ জানান সালাউদ্দিন। ‘আমি সালাম মুর্শেদীকে ধন্যবাদ দিতে চাই। দীর্ঘদিন ধরে প্রফেশনাল লিগ কমিটির হয়ে কাজ করার জন্য।’

আজ মিটিংয়ে লিগ শুরু আগেই সূচিসহ সবকিছু চুড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য আলাদা একটি বাস্তাবায়ান কমিটিও গঠন করে বাফুফে। যার দায়িত্বে থাকবেন সহ-সভাপতি আতাউর রহমান মাণিক।

সালাউদ্দিন বলেন, ‘আজকে লিগ কমিটির যেই মিটিংটা হয়েছে তা ক্যালেন্ডার এবং বাইলজ নিয়ে হয়েছে। আমরা যেই কাজটা করবো সেটা হলো আপনাদেরকে আমরা অনেক আগেই ক্যালেন্ডার দিয়ে দিব। তার উপর ভিত্তি করেই সব লিগ হবে।’

‘এছাড়া আমরা একটা ইপ্লিমেনটেশন (বাস্তাবায়ন) কমিটি গঠন করেছি মানিক সেই কমিটি চালাবে। আমাদের এটা মূল কমিটি। এখানে ফিকশ্চার করার আগে যে বেসিক প্ল্যানিংটা দরকার এটা এখানে করা হবে। আর ইম্পিমেন্টেশন কমিটি বাকি কাজটা সেরে রাখবে’ -আরও যোগ করেন সালাউদ্দিন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়