ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমিরাতকে হারানোর আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে দেবে: সোহান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২২  
আমিরাতকে হারানোর আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে দেবে: সোহান

টি-টোয়েন্টিতে খুব কাছে গিয়ে হার যেন বাংলাদেশের নিয়মিত অভ্যাস। সিরিজ হোক কিংবা বড় কোনো টুর্নামেন্ট এটা নিশ্চিত যেন, কাছে গিয়ে ঠিকই তরি ডুববে। এর মধ্যেই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এ জয় বাংলাদেশকে পরবর্তী ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

আমিরাতের বিপক্ষে সিরিজ জয়ের পর দেশে ফিরে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এমন কথা বলেছেন সোহান, ‘অবশ্যই দেখবেন যে শেষ কিছুদিন ধরে আমরা ক্লোজ কিছু ম্যাচ হারতেছিলাম। আমার কাছে মনে হয় এটা ভালো অভ্যাস আমরা জয়ের ধারায় ফিরেছি। এই আত্মবিশ্বাস নিউ জিল্যান্ড এবং বিশ্বকাপে কাজে দেবে।’

আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে অবশ্য ৭ রানের ঘাম ঝরানো জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের পর দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও রোমাঞ্চিত ছিলেন। জানিয়েছিলেন চাপের মুহূর্তে ওই জয় আত্মবিশ্বাস বাড়াবে। দ্বিতীয় ম্যাচে কর্তৃত্ব দেখিয়ে সিরিজ নিশ্চিত করেছে। সিরিজ জয়ের পর মিরাজের সুরেই অধিনায়ক সোহান বলছেন আত্মবিশ্বাস বাড়ার কথা।

সোহানের ভাষ্য, ‘বিশ্বকাপের মতো বড় আসরের আগে এরকম ক্যাম্প, সুযোগ-সুবিধা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ওখানে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয় প্রস্তুতিটা ভালো হয়েছে।’

বাংলাদেশ পেস বোলিংয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে এই সিরিজে। দুই ম্যাচে খেলানো হয়েছে চারজন পেসার। সামনে এবার নিউ জিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। সেখান থেকে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের বিমান ধরবে। ত্রিদেশীয় সিরিজে অধিয়ানয়ক হিসেবে থাকবেন সাকিব আল হাসান। সোহান নেতৃত্বে না থাকলেও জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী নিউ জিল্যান্ডেও এমন পরীক্ষা-নিরীক্ষা হতে পারে। বিশ্বকাপের জন্য সেরা একাদশ বের করাই মূল লক্ষ্য।

সোহান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। বিশ্বকাকে লক্ষ্য করেই পরিকল্পনা করতেছি। এটা আমার কাছে মনে হয় টিম ম্যানেজম্যান্টের পরিকল্পনা। নিউ জিল্যান্ডে যাওয়ার পর পরিস্থিতি কেমন থাকে, কন্ডিশন বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে হয়তো।’

নিউ জিল্যান্ডের উদ্দেশে ৩০ সেপ্টেম্বর রাতে রওয়ানা দেবে বাংলাদেশ। ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। ১৪ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। নিউ জিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পর ২৪ তারিখ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়