ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাকিবের আশা শ্রীরাম বাংলাদেশের কোচ হিসেবে চালিয়ে যাবেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১ নভেম্বর ২০২২   আপডেট: ১৬:৩১, ১ নভেম্বর ২০২২
সাকিবের আশা শ্রীরাম বাংলাদেশের কোচ হিসেবে চালিয়ে যাবেন

কদিন আগেই বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট শ্রীধরন শ্রীরাম বলেছিলেন, সময় দিলে বাংলাদেশ ভালো টি-টোয়েন্টি দল হিসেবে গড়ে উঠবে। এবার তার প্রশংসা ঝরলো অধিনায়ক সাকিব আল হাসানের মুখে। শুধু তাই নয়, সাকিব চান শ্রীরাম বাংলাদেশের কোচ হয়েই থাকুক।

শ্রীরামের প্রভাব নিয়ে এক প্রশ্নে মঙ্গলবার সংবাদ সম্মেলনে (১ নভেম্বর) সাকিব বলেন, ‘তার অধীনে আমরা সম্ভবত ১১টি ম্যাচ খেলেছি। এই অল্প সময়ে আমি মনে করি এই তরুণ দলের জন্য সে খুব ভালো করেছে। আমি আশা করি সে বাংলাদেশের কোচ হিসেবে কাজ করে যাবে।’

এশিয়া কাপের আগে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে কাজ করা শ্রীরামকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেতাবি পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হলেও আদতে তিনিই টি-টোয়েন্টির বস। এশিয়া কাপে সাফল্য আসেনি তার অধীনে। এরপর আরব আমিরাতের বিপক্ষে সিরিজে প্রথম জয়ের দেখা পান।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ৪টি ম্যাচেই বাংলাদেশ হারে। আর বিশ্বকাপে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। শ্রীরামের কাজ মনে ধরেছে সাকিবদের, ‘আমি মনে করি সে ভালো করেছে। সে আসার পর কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছে যেগুলো নিয়ে কাজ করতে চায়। ছেলেদের সঙ্গে ভালো আছে সে। সে যেভাবে কথা বলে ছেলেরা সেটি পছন্দ করে।’

শ্রীরাম আসার পর বাংলাদেশ দলে রাতারাতি পরিবর্তন না এলেও তিনি বলছেন সময় দিলে ভবিষ্যতে ভালো দল হবে, ‘আমরা আমাদের প্রত্যাশার জায়গায় ঠিকই আছি, ভবিষ্যতের জন্য একটা দল গড়ে তোলা...বেশ সামর্থ্যবান কিছু ক্রিকেটার আছে। আমি বিশ্বাস করি সময় দিলে আমরা ভবিষ্যতে একটা ভালো টি-টোয়েন্টি দল হিসেবে গড়ে উঠবো।’

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়