ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিঞ্চের পরেই বাবর আজম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ৯ নভেম্বর ২০২২  
ফিঞ্চের পরেই বাবর আজম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে উঠেছে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দলকে ফাইনালে তুলতে দারুণ অবদান রাখেন বাবর আজম।

তিনি মাত্র ৪২ বলে ৭ চারে ৫৩ রানের ইনিংস খেলেন। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় অধিনায়ক হিসেবে ২০০০ রান করার মাইলফলক স্পর্শ করেন বাবর। তার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ প্রথম এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

আরো পড়ুন:

এবারের বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছিল না বাবরের। নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। কিন্তু সেমিফাইনালের মতো বড় ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন তিনি। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ১৫৩ রান তাড়া করতে নেমে ৬ ওভারেই তুলে ফেলেন ৫৫ রান। যা বিশ্বকাপে তাদের সেরা পাওয়ার প্লে। এরপর ১২.৩ ওভারেই দলীয় সংগ্রহকে নিয়ে যান ১০৫ রানে। উদ্বোধনী জুটিতে বাবর-রিজওয়ান শতরান তুলে দলের জয়ের ভিত গড়ে দেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়