ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পারলেন না মেসি-নেইমার, ফরাসি কাপ থেকে পিএসজির বিদায় 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৩
পারলেন না মেসি-নেইমার, ফরাসি কাপ থেকে পিএসজির বিদায় 

কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে, তবে ছিলেন সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি কিংবা নেইমার জুনিয়র। তবুও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ভাগ্যে জোটেনি জয়। মার্সেইর কাছে হেরে ফরাসি কাপের শেষ ষোলো থেকে বাদ পড়তে হয়েছে।

বুধবার রাতে ঘরের মাঠ ভেলোড্রোম স্টেডিয়ামে পিএসজিকে ২-১ গোলে হারায় মার্সেই। তাতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্লাবটি।

আরো পড়ুন:

অন্যদিকে ফরাসি কাপে অন্যতম সফল দল রেকর্ড ১৪ বার ট্রফি জয়ী পিএসজি টানা দুবার শেষো ষোলো থেকে বাদ পড়ে। দুবারই মেসি যোগ দেওয়ার পর।  

ম্যাচের ৩১ মিনিটে অ্যালেক্সিস সানচেজের পেনাল্টি থেকে এগিয়ে যায় মার্সেই। ডি বক্সে রামোস ফাউল করলে মার্সেই পেনাল্টি পায়। সুযোগ পেয়েই কাজে লাগাতে ভুল করেননি সানচেজ।

এই গোল শোধও করেন রামোস। প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমারের সহায়তায় সমতা আনেন এই স্প্যানিশ ডিফেন্ডার। তাতে স্বস্তি নিয়ে বিরতিতে যায় পিএসজি।

কিন্তু দ্বিতীয়ার্ধে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি মেসি-নেইমাররা। উলটো ৫৭ মিনিটে গোল খেয়ে বসে। রুসলান মালিনোভস্কির গোলে এগিয়ে যায় মার্সেই। আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি।

মার্সেই আক্রমণের পসরা সাজিয়ে বসলেও পিএসজির আক্রমণে কোনো ধার ছিল না। ৮টি অন টার্গেটসহ ২৪টি শট নেয় মার্সেই, বিপরীতে ১১টি শট নেয় পিএসজি। অন টার্গেট ছিল ৩টি। তবে বল দখলের লড়াইয়ে মেসিরাই এগিয়ে ছিলেন (৫৬%)।

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়