ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৭ বছর পর মাতেরাজ্জি জানালেন জিদানকে যা বলেছিলেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১১ এপ্রিল ২০২৩  
১৭ বছর পর মাতেরাজ্জি জানালেন জিদানকে যা বলেছিলেন

২০০৬ বিশ্বকাপের ফাইনাল চলছিল ফ্রান্স ও ইতালির মধ্যে। ১-১ গোলের সমতা নিয়ে চলছিল অতিরিক্ত সময়ের লড়াই। হঠাৎ জিনেদিন জিদান ঢুস মেরে বসেন ইতালির মার্কো মাতেরাজ্জির বুকে। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন মাতেরাজ্জি। রেফারি জিদানকে লাল কার্ড দেখান। এরপর জিদান ড্রেসিংরুমে বসে দেখেন তার দলের হেরে যাওয়া।

এর আগে জিদান ওই ঘটনা নিয়ে কথা বললেও ১৭ বছর পর মাতেরাজ্জি জানিয়েছেন সেদিন ঠিক কি বলে তাঁতিয়ে দিয়েছিলেন জিদানকে।

আরো পড়ুন:

সোমবার ইতালির একটি টিভি শো-তে মাতেরাজ্জি বলেন, ‘আসলে আমার সেদিনের বাজে কথাটা তেমন কিছু ছিল না। সে আমাকে তার টি-শার্ট অফার করেছিল (ম্যাচ শেষ হলে দিবে)। আমি তাকে বলেছিলাম, টি-শার্ট নয়, আমি তোমার বোনকে পছন্দ করবো।’

এর আগে ঢুস দেওয়ার বিষয়ে জিদান বলেছিলেন, ‘সে আমাকে আমার বোনকে নিয়ে বাজে কথা বলে প্ররোচিত করেছিল। যদিও আমার ঢুস কাণ্ড নিয়ে আমি গর্বিত নই, তবে এটা কিন্তু আমার ক্যারিয়ারের অংশ। ওই সময়ে আমি আসলে অল্পতেই রেগে যেতাম। সে আমার মাকে অপমান করেনি, কিন্তু আমার বোনকে করেছিল।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়